Vivo X70 Pro Launch: চারটে ক্যামেরা ১২০ হার্টজের ডিসপ্লে, Vivo X70 Pro ফ্ল্যাগশিপ সিরিজ এল ভারতে
Aurora Dawn ও Cosmic Black এই দুই রঙে পাওয়া যাবে Vivo X70 Pro। তবে কেবল Enigma Black রঙেই পাওয়া যাবে Vivo X70 Pro+।
নয়াদিল্লি: Vivo X70 Pro সিরিজের হাত ধরে ফিরে এল Zeiss-এর লেন্স। চিনে লঞ্চ হয়েছিল ৯সেপ্টেম্বর। এবারে ভারতের বাজারে এল ভিভোর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। টেক ব্লগারদের মতে, প্রিমিয়াম বিল্ড আপের পাশাপাশি অসাধারণ ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।
Vivo X70 series-এর দাম
ভারতের বাজারে Vivo X70 Pro-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৬,৯৯০ টাকা। ৮জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই ভ্যরিয়েন্টে। এ ছাড়াও ফোনে রয়েছে ৮জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট। কোম্পানি যার দাম রেখেছে ৪৯৯৯০ টাকা। Vivo X70 Pro+ পাওয়া যাচ্ছে ৭৯,৯৯০ টাকায়। এই ফোনে রয়েছে ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ।
Aurora Dawn ও Cosmic Black এই দুই রঙে পাওয়া যাবে Vivo X70 Pro। তবে কেবল Enigma Black রঙেই পাওয়া যাবে Vivo X70 Pro+। আগামী ৭ অক্টোবর থেকে ফ্লিপকার্টে ও ভিভো ইন্ডিয়া ই-স্টোরে পাওয়া যাবে Vivo X70 Pro। বাকি ১২ অক্টোবর থেকে ফ্লিপকার্টে সেল শুরু হবে Vivo X70 Pro+এর।
Vivo X70 Pro+
ভিভোর এই নতুন ফোনে স্যামসাঙের ৬.৭৮ ইঞ্চির ই-৫ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।যা HDR সাপোর্ট দেবে ডিসপ্লেতে। স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আরও কোয়ালিটি ভালো হবে এই ডিসপ্লের। এখানেও ১২০ হার্টজের রিফ্রেস রেট রয়েছে ফোনে। তাই গেমিংয়ের সময় ফ্রেম ড্রপ করার কোনও চিন্তা থাকছে না। চিপসেট হিসাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। বাকি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের।ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের পোট্রেইট সেন্সর। এ ছাড়াও থাকছে ৮ মেগার পেরিস্কোপ লেন্স। পাশাপাশি থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪৫০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে ৫৫ ওয়াটের ফ্ল্যাস চার্জিং সাপোর্ট।
Vivo X70 Pro-এর স্পেসিফিকেশন
Vivo X60 Pro-এর মতো একই ধরনের ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে নতুন সিরিজে। আগের মতো ৬.৬৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ফোনে দিয়েছে কোম্পানি। গেমারদের জন্য বিশেষ খেয়াল রেখেছে চিনা কোম্পানি। নতুন X70 Pro-তে দেওয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট। তাই ডিসপ্লে বা ব্রাইটনেস নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ফোনে।Vivo X70 Pro-তে থাকছে Mediatek Dimensity 1200 চিপ সেট। এই সময়ে মিডিয়াটেকের বেস্ট প্রসেসর পেয়েছে এই ফোন।
Vivo X70 Pro-এর ক্যামেরা
সব মিলিয়ে এই ফোনে চারটে ক্যামেরা দিয়েছে ভিভো। যার প্রাইমারি সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের।পাশাপাশি রয়েছে ১২ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। এছাড়াও ফোনে ১২ পোট্রেইট সেন্সর দেওয়া হয়েছে ডিভাইসে। রয়েছে আরও একটা ৮ মেগার পেরিক্সোপিক লেন্স।
আরও পড়ুন: Xiaomi 11 Lite 5G NE: ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে ১৫৮ গ্রামের ফোন, ফেদারওয়েট ডিভাইস আনল Xiaomi
আরও পড়ুন: Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন: Samsung Galaxy M52 5G: ১২০ হার্টজের ডিসপ্লে-চমকে দেওয়ার মতো স্পেকস, ভারতে এল Samsung Galaxy M52 5G