Vivo X70 Series: ভারতে আসছে ৩০ সেপ্টেম্বর, সেগমেন্টে 'কিং' হতে পারে Vivo X70 series
সম্প্রতি ফোনের বিষয়ে সামনে এসেছে নতুন তথ্য। যেখানে টিপস্টার যোগেশ দাবি করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। তবে ভারতে Vivo X70 Pro ও Vivo X70 Pro+ মডেলই আসতে পারে বলে খবর।
নয়াদিল্লি: চিনে লঞ্চ হয়েছিল ৯সেপ্টেম্বর। এবারে ভারতের বাজারে আসতে চলেছে Vivo X70 series। টেক ব্লগারদের মতে, মিডরেঞ্জ সেগমেন্টে কিং তকমা পেতে পারে এই ফোন।
Vivo X70 series-গোপন তথ্য ফাঁস
সম্প্রতি ফোনের আত্মপ্রকাশের বিষয়ে সামনে এসেছে নতুন তথ্য । যেখানে টিপস্টার যোগেশ দাবি করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। তবে ভারতে Vivo X70 Pro ও Vivo X70 Pro+ মডেলই আসতে পারে বলে খবর। মানি কন্ট্রোল সাইটে সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।শোনা যাচ্ছে, প্রতিযোগী কোম্পানিদের পিছনে ফেলে দিতে নতুন ক্যামেরা স্পেকস এনেছে ভিভো। গিমবল ক্যামেরা নিয়েই এখন বাজারে আসবে চিনা কোম্পানি।
Vivo X70 series-এর দাম
টিপস্টার যোগেশের মতে, ভারতে ভিভোর দুই ফোনের দাম আগের Vivo X60 সিরিজের মতোই হবে। গত মার্চেই Vivo X60 Pro+ ছাড়াও Vivo X60 Pro ভারতের বাজারে লঞ্চ করেছিল কোম্পানি। ফোনের দাম রাখা হয়েছিল ৬৯,৯৯০ ও ৪৯,৯৯০ টাকা। চিনে ভিভোর Vivo X70 মডেলের দাম রাখা হয়েছে CNY ৩৬৯৯(ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৪২,১০০টাকা)।Vivo X70 Proএর দাম রেখেছে CNY ৪২৯৯ যার (ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে ৪৯০০০টাকা)। সবথেকে দাম বেশি Vivo X70 Pro+এর। চিনে এর দাম CNY ৫৪৯৯ (ভারতীয় মুদ্রায় যার দাম ৬২৭০০টাকা)।
X70, X70 Pro and X70 Pro+ এনেছে Vivo
টেক সাইট GSMArena.com-এর মতে, এবার Vivo X70 series-এ তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি।তবে সাধারণ চোখে এর মধ্যে পার্থক্য করা খুব কঠিন। একমাত্র ক্যামেরার সংখ্যা বা বাম্প দেখে আলাদা করা যেতে পারে ফোনগুলিকে। আগের মতোই ক্যামেরা সেন্সরের দিকে বেশি জোর দিয়েছে ভিভো। তবে এবার বিল্ড কোয়ালিটির সঙ্গে গ্লসি ফিনিস চোখ কাড়বে সবার।
Vivo X70 series স্পেসিফিকেশন
Vivo X60 and X60 Pro-এর মতো একই ধরনের ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে নতুন সিরিজে। আগের মতো ৬.৬৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ফোনে দিয়েছে কোম্পানি। গেমারদের জন্য বিশেষ খেয়াল রেখেছে চিনা কোম্পানি। নতুন X70, X70 Pro-তে দেওয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট। তাই ডিসপ্লে বা ব্রাইটনেস নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ফোনে।Vivo X70 Pro-তে থাকছে Exynos 1080 প্রসেসর। তবে Mediatek Dimensity 1200 দেওয়া হয়েছে Vivo X70
-তে। এই সময়ে মিডিয়াটেকের বেস্ট প্রসেসর পেয়েছে এই ফোন।
কেমন ক্যামেরা রয়েছে Vivo X70 ফোনে
Vivo X70 মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার মধ্যে প্রাইমারি শ্যুটার রয়েছে ৪০ মেগাপিক্সেলের। বাকি ১২ মেগার আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়েছে ভিভো। এ ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সবথেকে বড় বিষয় ২ এক্স অপটিক্যাল জুম দেওয়া হয়েছে ফোনে।
Vivo X70 Pro-এর ক্যামেরা
সব মিলিয়ে এই ফোনে চারটে ক্যামেরা দিয়েছে ভিভো। যার প্রাইমারি সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের।পাশাপাশি রয়েছে ১২ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। এছাড়াও ফোনে ২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দেওয়া হয়েছে ডিভাইসে। রয়েছে আরও একটা ৮ মেগার পেরিক্সোপ লেন্স।
Vivo X70 Pro+
ভিভোর এই নতুন ফোনে স্যামসাঙের ৬.৭৮ ইঞ্চির ই-৫ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।যা HDR সাপোর্ট দেবে ডিসপ্লেতে। স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আরও কোয়ালিটি ভালো হবে এই ডিসপ্লের। এখানেও ১২০ হার্টজের রিফ্রেস রেট রয়েছে ফোনে। তাই গেমিংয়ের সময় ফ্রেম ড্রপ করার কোনও চিন্তা থাকছে না। চিপসেট হিসাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। বাকি পোট্রেইট সেন্সর হিসাবে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়াও থাকছে ৮ মেগার টেলিফটো লেন্স।৪৫০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে ৫৫ ওয়াটের ফ্ল্যাস চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন : iphone sale without charger : চার্জার ছাড়াই iPhone বিক্রি, Apple-এর বিরুদ্ধে অধিকার খর্বের অভিযোগ
আরও পড়ুন : Samsung Galaxy M52 5G-র লঞ্চ ডেট প্রকাশ্যে, কী থাকছে নতুন ফোনে ?
আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass