Vivo Y100: বদলে যাবে ফোনের ব্যাক প্যানেলের রঙ! দুরন্ত ফিচার নিয়ে আসছে ভিভো ওয়াই১০০
Vivo Smartphone: শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলের দাম হতে পারে ২৭ হাজার টাকার আশপাশে।
Vivo Y100: ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষভাগে বা আগামী মাসে। এর আগে এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। এই ফোনের দাম ভারতের বাজারে কত হতে পারে সেই সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছিল। শোনা গিয়েছে, ভিভো ওয়াই১০০ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৩- র (Android 13) সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই১০০ ফোনে। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজন নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Smartphone) এই স্মার্টফোন। এছাড়াও ভিভো ওয়াই১০০ ফোনে থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে LED ফ্ল্যাশ। ফোনের পিছনের অংশ উপরের বাঁদিকে দুটো গোলাকার ইউনিটের মধ্যে থাকতে পারে ক্যামেরা সেনসর। ভিভো ওয়াই১০০ ফোনে দুটো কালার চেঞ্জিং অপশনে রেয়ার প্যানেল থাকতে পারে- কালো এবং সোনালি। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে রেয়ার প্যানেলে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে। কারণ এর আগে লঞ্চ হওয়া ভিভো ভি২৩ প্রো এবং ভিভো ভি২৫ প্রো- এই দুই ফোনের ব্যাক প্যানেলে একটিই কালার চেঞ্জিং অপশন ছিল।
ভারতে ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য কনফিগারেশন ও দাম
শোনা যাচ্ছে এই স্মার্টফোন দেশে লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলের দাম হতে পারে ২৭ হাজার টাকার আশপাশে। এবার দেখে নেওয়া যাক ভিভ ওয়াই১০০ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে।
ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এটি একটি ৫জি ফোন হতে চলেছে। ডুয়াল সিমের স্লট থাকতে পারে এই ফোনে। এছাড়াও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ চিপসেট থাকতে পারে ভিভো ওয়াই১০০ ফোনে।
- ভিভো ওয়াই সিরিজের এই ফোনে ৬ ইঞ্চির HDR10+ AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
- ভিভোর আসন্ন এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স থাকার সম্ভাবনা রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি হোল পাঞ্চ কাট আউটে এই ক্যামেরা সেনসর সেট করা থাকবে।
Samsung Galaxy S22: ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের (Samsung Galaxy S22) দাম একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে অ্যামাজন এবং ফ্লিপকার্ট ও স্যামসাং অনলাইন স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন কেনা যাবে ৫৭,৯৯৯ টাকায়। লঞ্চের সময় এই ফোনের আসল দাম শুরু হয়েছিল ৭২,৯৯৯ টাকা থেকে।