Google: ইউজারের মৃত্যুর পর তথ্য নিয়ে কী করে গুগল?
মৃত্যুর পরে সমস্ত ডেটা যা ক্লাউডে এবং অ্যাপল এবং গুগলের মতো সংরক্ষণ করা হয় তার কী হবে?
নয়া দিল্লি: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনার মৃত্যুর পরে আপনার সমস্ত ডেটা যা ক্লাউডে এবং অ্যাপল এবং গুগলের মতো সংরক্ষণ করা হয় তার কী হবে? যদিও গুগল এ বিষয়ে চিন্তাভাবনা করার সিদ্ধান্ত আমাদেরকেই দিয়ে থাকে। ইউজাররা অনুমতি দিলে তবেই পরবর্তী পদক্ষেপ নিয়ে থাকে সে।
আপনি যদি গুগল ম্যাপস, জিমেইল, সার্চ বা গুগল ফটোগুলির মতো গুগল পরিষেবা ব্যবহার করেন, অথবা কেবল আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তবে গুগলের কাছে আপনার বেশিরভাগ তথ্য রয়েছে। আমরা অনেকেই জি-পে ব্যবহার করে থাকি। সেখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো তথ্যও থাকে। তাই আগামী দিনে কীভাবে এই সমস্ত ডেটা নিরাপদে রাখা যেতে পারে তা এখনই পরিকল্পনা করে ফেলতে পারেন।
সাধারণত কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে গুগল অ্যাকাউন্টটি ব্যবহার না করে তবে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে গুগল অ্যাকাউন্টে কোনও কার্যকলাপ না হলে গুগল তা নিষ্ক্রিয় করে দেয়। তবে গুগল মনে করিয়ে দেয় যে আপনি চাইলে আপনার তথ্য বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেও শেয়ার করে রাখতে পারবেন। যদিও তা বিকল্প ব্যবস্থা, তবে সেই অপশনও রেখেছে গুগল।
এক্ষেত্রে ইউজারদের সুবিধার্থে গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে অতিরিক্ত সময়ও দিয়ে থাকে। কোনও অ্যাকাউন্ট বন্ধ করতে হলে সর্বোচ্চ ১৮ মাস সময় দেওয়া হয়ে থাকে ইউজারকে। সেক্ষেত্রে myaccount.google.com/inactive-এ গিয়ে এই কাজ করতে হবে। যদিও পাসওয়ার্ড মনে রাখতে হবে অতি অবশ্য। আপনি চাইলে তা বিশ্বস্ত কারওর সঙ্গে শেয়ারও করতে পারেন।
গুগল আপনাকে ১০ জনকে বেছে নেওয়ার বিকল্প দেবে। আপনার অ্যাকাউন্ট যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন বিকল্প পথ দিয়ে ডেটা অ্যাক্সেস বা ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে একটি বিশ্বস্ত ইমেইল আইডি প্রয়োজন। আর আপনি যদি না চান যে কেউ আপনার গুগল অ্যাকাউন্টের ডেটা অ্যাক্সেস করুক, তাহলে আপনাকে কারও ইমেল আইডি যোগ করার দরকার নেই।
তবে সেটি হলে কিন্তু আপনার ডেটা মুছে যাবে এবং আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার পরে কেউ এটি পুনরুদ্ধার করতে পারবে না।গুগল পে, গুগল ফটো, গুগল চ্যাট, লোকেশন হিস্ট্রি এবং অন্য সবকিছু থেকে ডেটা মুছে যাবে। আপনার আগাম অনুমতি নিয়েই ইউটিউব ভিডিও, লোকেশন হিস্ট্রি, সার্চ হিস্ট্রি, গুগল পে ডেটা এবং অন্যান্য কন্টেন্টও মুছে দেবে গুগল।