Google Account: কীভাবে বন্ধ করবেন আপনার গুগল অ্যাকাউন্ট? জানুন বিস্তারিত
Google Account: বন্ধ করা অ্যাকাউন্ট ফিরে পেতে গেলে তার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করতে হয়। না হলে ওই অ্যাকাউন্টে থাকা তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই যা করার পরিকল্পনা করেই করা উচিত।
আপনি চাইলেই যে কোনও সময় বন্ধ করতে পারেন আপনার গুগল অ্যাকাউন্ট (Google Account)। কিন্তু, যদি পরে আপনার মন পরিবর্তন হয়। ফের অ্যাকাউন্ট ফিরে চান। তাহলে নির্দিষ্ট একটি সময়ের পরে তা সম্ভব নাও হতে পারে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছেন সেটি আপনার কর্মস্থল, স্কুল বা অন্য কোনও গ্রুপে মাধ্যমে পেয়ে থাকলে সেটি ডিলিট করতে আপনাকে সেখানকার অ্যাডমিনিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
প্রথম পদক্ষেপ: জানুন আপনার অ্যাকাউন্ট ডিলিট করার মানে কী?
অ্যাকাউন্ট ডিলিট করলে তাতে থাকা সমস্ত ডাটা ও কনটেন্ট মানে ইমেল, ফাইলস, ক্যালেন্ডার এবং ফোটো মতো জিনিসগুলি হারিয়ে ফেলবেন আপনি। ওই অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি জিমেল, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার বা গুগল প্লে-র মতো গুগল পরিষেবায় যোগ দিয়ে থাকলে সেগুলি আর খুলতে পারবেন না।
পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে খোলা আপনার ইউটিউব বা গুগল প্লে, অ্যাপ, সিনেমা, গেম, মিউজিক এবং টিভি শো থেকে সাবক্রিপশন খারিজ হবে এবং আপনার যা কনটেন্ট ছিল তাও মুছে যাবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন বা যদি আপনি ক্রোমবুক ব্যবহার করেন তাহলে প্রচুর ডাটা ও কনটেন্ট হারাবেন।
যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে সেটি ডিলিট করার আগে আপনার সিকিউরিটি চেকআপ করে জেনে নেওয়া উচিত আপনার অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্টের কোনও অংশ থেকে হ্যাকার অ্যাকসেস পেল। এইভাবে আপনি হ্যাকার পরবর্তী কোনও ক্ষতি করার আগেই পদক্ষেপ নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি গুগল অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ডগুলি সেভ করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন সেগুলি হ্যাকার অ্যাকসেস করতে পেরেছিল কিনা। যদি তা হয়ে থাকে তাহলে আপনি ওই পাসওয়ার্ডগুলো পাল্টাতে পারবেন। গুগল অ্যাকাউন্টটি চেক করে আপনি জানতে পারবেন তাতে থাকা কন্ট্রাক্ট নম্বরগুলো ডাউনলোড হয়েছে কিনা। যদি হয়ে তাহলে আপনি আপনার ফোনে নম্বর থাকা পরিচিতদের সন্দেহজনক কোনও মেসেজের বিষয়ে সাবধান করতে পারবেন।
যদি আপনি ওই অ্যাকাউন্টটির মাধ্যমে টাকা লেনদেনের জন্য গুগল ওয়ালেট ব্যবহার করেন তাহলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার অজ্ঞাতে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা। যদি তা হয়ে থাকে তাহলে আপনি সেটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন।
গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: একবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আপনি আর ওই অ্যাকাউন্টটির সিকিউরিটি চেকআপ করে কী হয়েছিল তা জানতে পারবেন না।
দ্বিতীয় পদক্ষেপ: অ্যাকাউন্টটি ডিলিট করার আগে আপনার তথ্যগুলো দেখে নেওয়ার পাশাপাশি ডাউনলোডও করে নিতে পারবেন:
আপনার অ্যাকাউন্টটিতে থাকা তথ্যগুলো খতিয়ে দেখার পাশাপাশি যেগুলি আপনি রাখতে চান সেগুলি কীভাবে ডাউনলোড করবেন তা শিখে নিন। যদি আপনার জিমেল অ্যাড্রেসটি আপনি অনলাইন ব্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া কিংবা অ্যাপগুলির জন্য ব্যবহার করে থাকেন তাহলে এই পরিবেষবাগুলির জন্য নতুন ইমেল অ্যাড্রেস যুক্ত করতে পারবেন। পরে যদি আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট রিকভারি ইনফো আপডেট করুন। শিখে নিন কীভাবে ফিরে পাওয়া তথ্যগুলো অ্যাড করবেন।
তৃতীয় পদক্ষেপ: আপনার অ্যাকাউন্টটি ডিলিট করুন
দ্রষ্টব্য: যদি আপনার একটির বেশি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা মাত্র অ্যাকাউন্টই ডিলিট করুন অন্যগুলি নয়।
গুগল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনাকে সেটির ডাটা ও প্রাইভেসি অপশনে যেতে হবে। ডাটা ও প্রাইভেসি সেকশনে গিয়ে সেখানে থাকা মোর অপশনটি সিলেক্ট করে সেখানে থাকা নির্দেশ মেনে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করুন। আপনার গুগল অ্যাকাউন্টে থাকা অন্যান্য পরিষেবা থেকেও সরিয়ে দিন। তবে যদি আপনি আপনার সম্পূর্ণ গুগল অ্যাকাউন্টটি ডিলিট করতে না চান তাহলে দেখে নিন কীভাবে সেখান থেকে জিমেল, অন্যান্য গুগল সার্ভিস, আপনার গুগল অ্যাকাউন্টে দিয়ে থাকা থার্ড পার্টি অ্যাপগুলির অ্যাকসেস ও আপনার ডিভাইস থেকে একটি গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়।
ডিলিট না করেও আপনার ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট সরাতে গেলে আপনাকে নিচে দেওয়া নির্দেশগুলি মেনে চলতে হবে। তবে যদি আপনি আপনার ডিভাইসটি খুঁজে না পান তাহলে আপনাকে সেটির উৎপাদনকারী সংস্থার সাইটে যেতে হবে। অ্যাকাউন্টটি ডিলিট করার পরে যদি আপনার মন পরিবর্তন হয় বা আপনার অ্যাকাউন্টটি দুর্ঘটনাবশত ডিলিট হয়ে যায় তাহলে আপনি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ওই অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। তাই দেখে নিন কীভাবে অ্যাকাউন্টটি ফিরে পাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Phone Restart Benefits: ফোন স্যুইচ অফ না রিস্টার্ট, কোনটা করেন? কী কাজ