Whatsapp Account Ban: জানুয়ারি মাসেও ২.৯ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ, ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের
Whatsapp: পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে।
Whatsapp Account Banned: জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে। পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মোট যত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে ১৩৩৭টি আবেদন ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার। এর ভিত্তিতেও ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি অর্থাৎ প্রথম মাসেই।
Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। ইউজারদের অভিযোগ জমা পড়লে যেসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ে সেগুলো ভালভাবে খতিয়ে দেখা হয়। তারপরে যদি দেখা যায় ওই সমস্ত অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের নিয়মনীতির উল্লঙ্ঘন করেছে তাহলে সেগুলি ব্যান বা নিষিদ্ধ করা হয়।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতেও এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ Account Banned) করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা। যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন- ৮০ হাজার টাকার ফোন ভারতের বাজারে আনল শাওমি! কোন মডেলের দাম এমন আকাশছোঁয়া?