Whatsapp Account Ban: ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট
Whatsapp: পয়লা অক্টোবর থেকে ৩১ অক্টোবরের রিপোর্ট পেশ করা হয়েছে। এই সময়কালের মধ্যে ২৩ লক্ষ ২৪ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে।
![Whatsapp Account Ban: ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট WhatsApp banned over 23 lakh Indian accounts in October 2022 for violating its safety rules know in details Whatsapp Account Ban: ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/b85a26cfb9fffbe40ed4decb4b8eb8b81669872171881485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Whatsapp Account Ban: ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। অক্টোবর মাসে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা ভারতে ২৩ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account ban) করেছে। Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১ অক্টোবরের রিপোর্ট পেশ করা হয়েছে। এই সময়কালের মধ্যে ২৩ লক্ষ ২৪ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, এই ২৩ লক্ষেরও বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে ৮ লক্ষ ১১ হাজার অ্যাকাউন্ট অভিযোগ জমা পড়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কারণ হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে যেসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ভারতীয় ইউজারদের অভিযোগের ভিত্তিতেই ব্যান করা হয়েছে। হোয়াটসঅ্যাপের grievance mechanism- এর মাধ্যমে এইসব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এই মাসে ৭০১টি grievance report পেয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তার মধ্যে থেকে ৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সেই সঙ্গে ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ।
এর আগেও একাধিকবার ব্যাপক হারে অ্যাকাউন্ট বাতিল করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। চলতি বছর জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল দেশে। জুলাই মাসে তার থেকেও ব্যান হওয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। এবছর জুলাই মাসে ভারতে ২.৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অর্থ সরাসরি ইউজারদের কোনও ব্যান নোটিস পাঠানো নয়। বরং বিভিন্ন ইউজারদের থেকে পাওয়া অভিযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয় যে সেটা কতটা সত্যি এবং বিশ্বাসযোগ্য। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেইসব অ্যাকাউন্টের থেকে আপত্তিকর বা ক্ষতিকর আচরণ করা হয়েছে। অর্থাৎ এইসব অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে নিয়ম নীতির উল্লঙ্খন করেছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠানোর আগেই যোগ করা যাবে ক্যাপশন, কারা পাচ্ছেন সুবিধা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)