WhatsApp: ভারতে ৮০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী ?
WhatsApp Update: হোয়াটসঅ্যাপের প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের অগাস্ট মাসে হোয়াটসঅ্যাপ মোট ৮৪.৫৮ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করেছে। এর মধ্যে ১৬ লক্ষ ৬১ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কোনো অভিযোগ ছাড়াই।
Tech News: ভুয়ো খবর এবং ঘৃণাসূচক মন্তব্য সম্পূর্ণরূপে দূর করতে কড়া পদক্ষেপ দিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার এই প্ল্যাটফর্ম তাদের মাসিক প্রতিবেদনে জানিয়েছে যে অগাস্ট মাসে ৮০ লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ (WhatsApp Ban) ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। এই সংস্থা মূলত মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্সের (WhatsApp Rule) ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করতে শুরু করেছে। এর মাধ্যমেই এই প্ল্যাটফর্মের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের অগাস্ট মাসে হোয়াটসঅ্যাপ (WhatsApp Ban) মোট ৮৪.৫৮ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করেছে। এর মধ্যে ১৬ লক্ষ ৬১ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কোনো অভিযোগ ছাড়াই। ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন অনুসারে এই পদক্ষেপ করা হয়েছে। যে সমস্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তথ্য প্রযুক্তি নীতি লঙ্ঘন করেছে কিংবা কোনো অনৈতিক বে আইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই ধরনের অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ কোনো বে আইনি কাজকে মান্যতা দেয় না, কোনো সন্দেহজনক কিছু মনে হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করে হোয়াটসঅ্যাপ। প্রতি বছর এই ধরনের পদক্ষেপ করা হয় এবং সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে তা বন্ধ করে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে প্রায়ই সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে নানাবিধ পদক্ষেপ করা হয়ে থাকে।
এই মাসেও আরও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে
জানা গিয়েছে এই অক্টোবর মাসেও হোয়াটসঅ্যাপ (WhatsApp Ban) ভারতে ১৬.৬১ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করেছে। এই প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় ব্যবস্থা খুব সহজেই সন্দেহজনক ক্রিয়াকলাপ নিষিদ্ধ করে দেয়। ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ২০২১ সালে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কিছু নিয়ম প্রণয়ন করে। এর অধীনে নিয়ম রয়েছে যে সমস্ত সমাজমাধ্যমে ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী আছে, তাদের মাসিক প্রতিবেদন পাঠাতে হবে। এই প্রতিবেদনে ব্যবহারকারীদের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে তার উল্লেখ থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।