Whatsapp Account Ban: ভারতে ফেব্রুয়ারিতে ৪৫ লক্ষের বেশি Bad Account নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
Whatsapp: জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে ২৮০৪টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫০৪টি রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
![Whatsapp Account Ban: ভারতে ফেব্রুয়ারিতে ৪৫ লক্ষের বেশি Bad Account নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ WhatsApp bans record over 45 lakhs bad accounts in India in February know in details Whatsapp Account Ban: ভারতে ফেব্রুয়ারিতে ৪৫ লক্ষের বেশি Bad Account নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/02/f98da5f393b0acb41b9253bc2fcf7ac51680444240265485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Whatsapp Account Ban: প্রতিমাসেই ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) তরফে ৪৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। ২০২১ সালে আইটি রুল অনুসারে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৪৫,৯৭,৪০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। এইসব অ্যাকাউন্টের মধ্যে ১২,৯৮,০০০টি অ্যাকাউন্ট কোনও অভিযোগ জমা পড়ার আগেই নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের ভারতে ইউজার রয়েছে প্রায় ৫০০ মিলিয়ন।
জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে ২৮০৪টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫০৪টি রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য এই অ্যাপ কর্তৃপক্ষ প্রতি মাসেই কড়া পদক্ষেপ নেয়। সেই নিয়ম অনুসারেই ফেব্রুয়ারি মাসেও ৪৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের আসন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার
- হোয়াটসঅ্যাপ সংস্থা টেক্সট এডিটিং ফিচারের রোল আউট শুরু করেছে নির্দিষ্ট সংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ক্রিয়েটিভ টুলের মাধ্যমে ইউজাররা ইমেজ অর্থাৎ ছবি, ভিডিও এবং জিফ ফাইল এডিট করার অপশনও পাবেন। নতুন ফিচারের সঙ্গে থাকা বিভিন্ন ফিচার এবং ফন্টের সাহায্যে এইসব কাজ করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১৭ আপডেটে নির্দিষ্ট কিছু বিটা টেস্টারের জন্য এই টেক্সট এডিটর ফিচার উপলব্ধ হয়েছে। জানা গিয়েছে, এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা খুব সহজে একটি ফন্ট থেকে অন্যত্র অর্থাৎ অন্য ফন্টে যেতে পারবেন। কিবোর্ডের উপরে ডিসপ্লে করা থাকবে বিভিন্ন ফন্ট অপশন। ছবি, ভিডিও এবং জিফ ফাইলের মধ্যে টেক্সট ফরম্যাটিং যুক্ত করা যাবে এই ফিচারের সাহায্যে। বদলে দেওয়া যাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ড রঙ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ইউজারের জন্য এই টেক্সট এডিটিং ফিচার রোল আউট করা হবে।
- বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'। এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার।
আরও পড়ুন- ফ্লিপকার্টে অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে আইফোন ১৪, এখন কত দামে কেনা যাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)