Whatsapp Features: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ছবি-ভিডিও-জিফ ফাইল বা ডকুমেন্টে লেখা যাবে ক্যাপশন
Whatsapp: আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ইউজাররা মিডিয়া এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুবিধা পাচ্ছেন। দ্রুত সকলের জন্য এই পরিষেবা চালু হবে।
Whatsapp New Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এই অ্যাপের মাধ্যমে বিনা পয়সাতেই মেসেজ আদানপ্রদান সম্ভব। ইউজারদের সুবিধার জন্যেই তাই প্রতিনিয়ত নতুন ফিচার আপডেট করে হোয়াটসঅ্যাপ (Whatsapp Features)। এবার হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে (Latest Beta Version) চালু হয়েছে এমন একটি ফিচার যার সাহায্যে ইউজাররা বিভিন্ন ছবি, ভিডিও বা জিফ ফাইল অর্থাৎ মিডিয়া এবং ডকুমেন্ট পাঠানোর সময় ক্যাপশন লিখতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে ইউজারদের মধ্যে যোগাযোগ আর ও ভাল হবে। আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ইউজাররা মিডিয়া এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুবিধা পাচ্ছেন।
WABetaInfo সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ ইউজাররা বিটা প্রোগ্রামের ক্ষেত্রে একটি নতুন ফিচারের আর্লি অ্যাকসেস পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার সাংঘাতিক কিছু না হলেও অনেকের ক্ষেত্রেই হয়তো প্রয়োজনীয় এবং উপকারি। সিঙ্গল চ্যাট হোক বা গ্রুপ, সবক্ষেত্রেই ফটো, ভিডিও, জিফ ফাইল এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুযোগ পাবেন ইউজাররা। এর আগে হোয়াটসঅ্যাপে উল্লিখিত সুবিধা ছিল না। এখনও নন-বিটা ইউজাররা এই সুবিধা পাবেন না। বর্তমানে WhatsApp beta version 2.22.23.15- এর ক্ষেত্রে উক্ত সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপেও এবার ফেসবুকের মতো অবতার
জানা গিয়েছে, এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে ফেসবুকের মতো ‘বিটমোজি’ অবতার। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষা। এই ফিচার চালু হলে ইউজাররা নিজেদের থ্রিডি অবতার তৈরি করতে পারবেন। আপনাকে অবতার রূপে কেমন লাগতে পারে সেই লুক সেট করতে পারবেন ইউজার নিজে। মেটা অধিকৃত মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইতিমধ্যেই এই অবতার ফিচার চালু হয়েছে।
হোয়াটসঅ্যাপ Blur Tool
শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য আসছে আরও একটি নতুন ফিচার। সূত্রের খবর, এবার Blur Tool ফিচারের রোল আউট শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা (Whatsapp Desktop Beta) ভার্সানে। কিছু সংখ্যক বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষামূলক রোল আউট শুরু হয়েছে। মূলত ছবির ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই Blur Tool। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ করেছে। নতুন এই ফিচারের সাহায্যে কোনও ছবি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠানোর আগে চাইলে সেখান থেকে আপত্তিকর বা সংবেদনশীল বিষয় থাকলে তা Blur করে দিতে পারবেন ইউজাররা। গত জুন মাসেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটা ভার্সানে ছবির জন্য Blur Tool চালু হবে। এবার তারই রোল আউট শুরু হয়েছে।
আরও পড়ুন- OPPO Reno 9, IQoo 11 লঞ্চের আগেই ফাঁস বৈশিষ্ট্য, ব্যাটারি থেকে ক্যামেরা-জানুন সব বিবরণ