Xiaomi Humanoid Robot: প্রকাশ্যে শাওমির প্রথম Humanoid Robot, বুঝতে পারবে মানুষের অনুভূতি
Humanoid Robot CyberOne: শাওমির রোবট CyberOne ১৭৭ সেন্টিমিটার লম্বা। এর জন্য ৫২ কেজি। এই রোবটের হাত ১৬৮ সেন্টিমিটার প্রসারিত হয়।
Humanoid Robot: স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপের বাজারে ইতিমধ্যেই শাওমি সংস্থা পরিচিত নাম। এবার humanoid robot অর্থাৎ মানুষের মতো আদলে তৈরি রোবট লঞ্চ করতে চলেছে শাওমি। সদ্যই প্রকাশ্যে আনা হয়েছে ওই রোবটকে। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি সংস্থা সম্প্রতি একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। শাওমি মিক্স ফোল্ড ২ লঞ্চ ইভেন্টেই চিনের সংস্থা তাদের প্রথম humanoid robot- কে প্রকাশ্যে এনেছে। বলা হচ্ছে, মানুষের অনুভূতিও নাকি বুঝতে পারবে এই রোবট। শাওমির এই রোবটের নাম CyberOne। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রথম humanoid robot CyberOne ৮৫ রকমের এনভায়রনমেন্টাল সাউন্ড এবং ৪৫ ধরনের মনুষ্য অনুভূতি বুঝতে পারবে। এর আগে চলতি বছর আরও একটি রোবট প্রকাশ্যে এনেছিল শাওমি। কুকুরের আদলে তৈরি ওই রোবটের নাম ছিল CyberDog। এটি আসলে একটি quadruped robot। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই রোবট প্রকাশ্যে আনা হয়েছিল।
লঞ্চ ইভেন্টে শাওমি সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার লেই জুনের হাতে একটি ফুল তুলে দিয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে সংস্থার প্রথম humanoid robot CyberOne। জানা গিয়েছে, শাওমির রোবটিক্স ল্যাবেই এই রোবটের যাবতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেকানিক্যাল কেপেবিলিটি তৈরি করা হয়েছে। শাওমি সংস্থা নিজেই এইসব জিনিস তৈরি করেছে। শাওমির রোবট CyberOne ১৭৭ সেন্টিমিটার লম্বা। এর জন্য ৫২ কেজি। এই রোবটের হাত ১৬৮ সেন্টিমিটার প্রসারিত হয়। শাওমি সংস্থার তাদের এই রোবট থ্রিডি স্থান উপলব্ধি করতে সক্ষম। হাত এবং পা ছাড়াও এই রোবটে রয়েছে bipedal motion। এছাড়াও এই রোবটে রয়েছে একটি OLED মিডিউল। সেখানে ফেসিয়াল এক্সপ্রেসন ডিসপ্লে করা যায়। ম্যাট হোয়াইট কালার শেডে তৈরি করা হয়েছে শাওমির এই রোবট। বিভিন্ন জয়েন্টে রয়েছে ডার্ক কালার শেড। এক হাতে এই রোবট ১.৫ কেজি পর্যন্ত ওজন তুলতে পারবে বলে দাবি করেছে শাওমি সংস্থা।
Xiaomi Mix Fold 2
স্যামসাং এবং মোটোরোলার ফোল্ডেবল ফোন নিয়ে আলোচনার মধ্যেই শাওমি সংস্থা লঞ্চ করেছে তাদের ফোল্ডেবল ফোন শাওমি মিক্স ফোল্ড ২। চিনে এই ফোন লঞ্চ হয়েছে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম। আর রয়েছে ৬.৫৬ ইঞ্চির একটি E5 AMOLED ডিসপ্লে। এটি আউটার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর রয়েছে ডলবি ভিশন সাপোর্ট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টর। এই ফোনে একটি ৮.০২ ইঞ্চির LTPO 2.0 ইনার ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেটও ১২০ হার্টজ।
আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত? দেখে নিন বিভিন্ন অফার