WhatsApp Update: তথ্য গোপন রাখতে চান ? কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিজেকেই ?
WhatsApp Message Yourself feature: প্রয়োজনীয় তথ্য গোপন রাখতে চান ? ফটো, রিমাইন্ডার থেকে নথি পাঠাতে চান নিজেকেই !
WhatsApp Message Yourself feature: প্রয়োজনীয় তথ্য গোপন রাখতে চান ? ফটো, রিমাইন্ডার থেকে নথি পাঠাতে চান নিজেকেই ! সম্প্রতি ব্যবহারকারীদের এই নতুন ফিচার দিচ্ছে হোয়াটসঅ্যাপ। জেনে নিন, কীভাবে নিজেকে মেসেজ করতে পারবেন আপনি।
WhatsApp Update: কবে আসছে এই ফিচার
আগামী সপ্তাহেই এই নতুন ফিচার আনতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে অ্য়ান্ড্রয়েড ও আইওএস-এ এই হোয়াটসঅ্য়াপের নতুন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য যেমন- তারিখ, নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন এই 'মেসেজ ইওরসেলফ'ফিচারের মাধ্যমে।
WhatsApp Message: এই কয়েক ধাপে মেসেজ করুন নিজেকে
১ প্রথমে হোয়াটস্যাপের সাম্প্রতিক সংস্করণ গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে নামিয়ে নিন।
২ এবার হোয়াটসঅ্যাপ খুলুন।
৩ তৃতীয় ধাপে নিচের ডানদিকের চ্যাট অপশন বটনে ক্লিক করুন।
৪ এখানে সবার ওপরে নিজের কনট্যাক্ট লিস্ট দেখতে পারবেন।
৫ শেষে নিজের নম্বরে গিয়ে মেসেজ পাঠাতে শুরু করুন।
WhatsApp Message Yourself feature: আরও কী করা যাবে ?
এ ছাড়াও ব্যাবহারকারীরা ফাইল ম্যানেজার বা মোবাইলের গ্যালারি থেকে ফটো, ভিডিয়ো ছাড়াও অডিও ফাইল শেয়ার করতে পারবেন। সেই ক্ষেত্রে শেয়ার বটনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ ক্লিক করতে হবে। এরপর কনট্য়াক্ট লিস্টে গিয়ে কনট্যাক্ট কার্ডে ক্লিক করতে হবে।অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ক্ষেত্রেই এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ইউজারদের জন্য চালু হবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার চালু হয়েছে। যেমন ভিডিও কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারবেন। এছাড়াও ইন-চ্যাট পোল ফিচার চালু হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ১০২৪ জন যুক্ত হতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচার
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে স্ক্রিন লকের সুবিধা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন : Fake Review: টাকা নিয়ে পণ্যের ভুয়ো রিভিউ দিলে ১০ লাখ জরিমানা,এল নতুন নির্দেশিকা