WhatsApp: একই ফোনে একটিই অ্যাপের মধ্যে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!
WhatsApp Features: ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।
WhatsApp: হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য নতুন চমক। মার্ক জুকেরবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, ইউজাররা এখন দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) একই ফোনে লগ-ইন করতে পারবেন একই সঙ্গে। অর্থাৎ একটি ফোনে অ্যাপের মধ্যেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ-ইন করতে পারবেন ইউজাররা। ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেক সুবিধা দিতে চলেছে। বিশেষ করে যাঁরা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই বিভিন্ন কাজে একসঙ্গে ব্যবহার করেন, একটি অ্যাকাউন্ট থেকে অন্যত্র সুইচ করেন বারবার, তাঁদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অ্যাকাউন্ট সুইচ করতে হলে ইউজারদের এখন আর লগ আউট করে পুনরায় লগ-ইন করার অসুবিধা পেতে হবে না। কিংবা সঙ্গে রাখতে হবে না দুটো আলাদা ফোন। বরং একটা ফোনেই ইউজাররা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যাঁরা কাজের জন্য এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের এতদিন বারবার অ্যাকাউন্ট সুইচ করতে হতো। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর এই অসুবিধা থাকবে না।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে যে একটি ফোনে একই অ্যাপের মধ্যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার জন্য ইউজারদের কাছে নতুন সিম কার্ড এবং ফোন নম্বর থাকা প্রয়োজন। অথবা এমন একটি স্মার্টফোন থাকতে হবে যেখানে মাল্টি সিম অথবা ই-সিম এইসব সুবিধা রয়েছে। এছাড়াও ইউজারদের সঙ্গে দ্বিতীয় একটি ফোন থাকতে হবে। কিংবা সেই ফোনের আলাদা সিম কার্ডের অ্যাকসেস থাকতে হবে। কারণ সেখানেই যাবে ওয়ান টাইম পাসকোড। হোয়াটসঅ্যাপের তরফে এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে। এর মাধ্যমেই দ্বিতীয় অ্যাকাউন্টের ভেরিফিকেশন করা হবে অন্য একটি ডিভাইসে। বর্তমানে হোয়াটসঅ্যাপের এই ফিচার শুধুমাত্র রোল আউট হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সানে। কেবলমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই অ্যাকাউন্ট সুইচিংয়ের সুবিধা পাবেন ইউজাররা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধায় আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার
হোয়াটসঅ্যাপ কলে থাকাকালীন ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে লোকেশন খুঁজে বের করে ফেলে হ্যাকাররা। এবার তাই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে protect IP address in calls ফিচার। অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের 'অ্যাডভান্সড'- এই নতুন বিভাগে পাওয়া যাবে নয়া সিকিউরিটি ফিচার। প্রাইভেসি সেটিংস স্ক্রিনে এই ফিচার দেখা যাবে। আপাতত রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। সমস্ত ইউজারদের জন্য কবে চালু হবে এই নিরাপত্তা ফিচার তা জানা যায়নি এখনও। তবে যেহেতু রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে তাই অনুমান আর খুব বেশি দেরি নেই। নতুন ফিচার চালু হয়ে গেলে সুরক্ষিত থাকবে ইউজারদের আইপি অ্যাড্রেস এবং তাঁরা কোথায় বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তা জানতে পারবে না হ্যাকাররা।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?