WhatsApp Tech Tips: কীভাবে 'হাইড' করবেন হোয়াটসঅ্যাপ চ্যাট ? জেনে নিন পদ্ধতি
WhatsApp Chats অপ্রয়োজনীয় মেসেজ থেকে মুক্তি দিতে রয়েছে কিছু সহজ পদক্ষেপ। এই কয়েক ধাপ পেরোলেই সমস্যার সমধান হবে আপনার।
নয়াদিল্লি: প্রয়োজনের হোয়াটসঅ্যাপে (WhatsApp) অপ্রয়োজনীয় মেসেজ অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই মেসেজ থেকে মুক্তি দিতে রয়েছে কিছু সহজ পদক্ষেপ। এই কয়েক ধাপ পেরোলেই সমস্যার সমধান হবে আপনার।
কীভাবে গোপন করা যায় WhatsApp Chats ?
অ্যান্ড্রয়েডের জন্য
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন
যে চ্যাট বা মেসেজ আপনি 'হাইড' করতে চান তাতে লং প্রেস করুন।
এবার ওপর থেকে আর্কাইভ বটন সিলেক্ট করুন।
কীভাবে আন-হাইড করবেন চ্যাট ?
প্রথমে চ্যাট ট্যাবে গিয়ে সার্চ বারে ট্যাপ করুন।
যে চ্যাট বা যার মেসেজ আপনি unarchive করতে চান তার নাম লিখুন।
এবার যে চ্যাট বা মেসেজ আন-আর্কাইভ করতে চান তাতে লং প্রেস করুন।
ট্যাপ করুন আন-আর্কাইভে।
এ ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি স্ক্রোল করে তা লং প্রেস করেও আন-আর্কাইভ করা যেতে পারে।
আইফোনের জন্য
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন
যে চ্যাট বা মেসেজ আপনি 'হাইড' করতে চান তা ডান দিকে টেনে সরান।
এবার আর্কাইভ বটন সিলেক্ট করুন।
কীভাবে আন-হাইড করবেন চ্যাট ?
এখানে প্রথমে আন-আর্কাইভ স্ত্রিনে গিয়ে যে ব্যক্তি বা গ্রুপের চ্যাট আন-হাইড করবেন সেটা বাঁ দিকে সরিয়ে দিন বা সোয়াইপ করুন।
এবার unarchive-এ ট্যাপ করুন।
সার্চ করেও এই কাজ করতে পারেন গ্রাহক।
সেই ক্ষেত্রে চ্যাট ট্যাবে গিয়ে সার্চ বারে প্রথমে ট্যাপ করতে হবে।
যে চ্যাট বা যার মেসেজ আপনি unarchive করতে চান তার নাম লিখুন বা মেসেজ লিখুন।
চ্যাট সামনে এলে তা বাঁ দিকে সোয়াইপ করুন।
এবার unarchive-এ ট্যাপ করুন।
কীভাবে চ্যাট মিউট করবেন গ্রাহক ?
সম্প্রতি গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মিউট 'ফরএভার' অপশন এনেছে হোয়াটসঅ্যাপ।
এই ক্ষেত্রে প্রথমে গ্রাহককে গ্রুপ বা যে মেসেজ মিউট করতে চান সেখানে যেতে হবে।
এখানে মোর অপশন থেকে মিউট নোটিফিকেশন অপশনে যেতে হবে গ্রাহককে।
এই পর্যায়ে পৌঁছে ৮ ঘণ্টা, ১ সপ্তাহ, এক বছর না সারা জীবনের জন্য এই চ্যাট মিউট করতে চাইছেন তা জানাতে হবে আপনাকে।
সম্প্রতি মিউট চ্যাটের নতুন অপশনও এনে থাকতে পারে কোম্পানি।
Pin chats-এর কৌশল
আপনি কোনও হোয়াটসঅ্যাপ চ্যাট সবার ওপরে আনতে গেলে সেই মেসেজের ওপর লং প্রেস করুন। দেখবেন সেখানে পিন বারের অপশন
আসছে। সেখানে ক্লিক করলেই সবার ওপরে দেখাবে আপনার বাছাই করা মেসেজ।
আরও পড়ুন : FB New AI: চমকে দেওয়ার মতো সৃষ্টি, নতুন AI আনছে Facebook
আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ
আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?
আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস