Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, দেখে নিন কী কী সুবিধা পাবেন আপনি
Whatsapp: দেখে নিন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারগুলির খুঁটিনাটি।
Whatsapp Features: ইউজারদের সুবিধায় প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ (Whatsapp Features)। এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শুধু মেসেজ নয়, অডিও এবং ভিডিও করার সুবিধাও রয়েছে এই মেসেজিং অ্যাপে (Messaging App)। এর পাশাপাশি চাইলে কেউ পাঠাতে পারেন অডিও বার্তা বা ভয়েস নোট। এক ছাদের তলায় বলা ভাল এক ক্লিকে হাজার ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। এবার দেখে নেওয়া যাক ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে আগামী দিনে নতুন কী কী ফিচার চালু হচ্ছে।
নিঃশব্দে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া
হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন কোনও গ্রুপ লিভ করতে চাইলে অর্থাৎ বেরোতে চাইলে গ্রুপে সব সদস্য তা জানতে পারেন। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসতে চলেছে যার সাহায্যে ইউজাররা কার্যত নিঃশব্দে গ্রুপে ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। শুধু অ্যাডমিনরা জানতে পারবেন। অন্য সদস্যরা টের পাবেন না।
লুকনো যাবে অনলাইন স্টেটাস
আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন কিনা সেটা আপনার পছন্দের লোকই জানতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইন স্টেটাস হাইড করার সুযোগ পাবেন নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে। আপনার পছন্দের লোক জানতে পারবেন যে আপনি অনলাইন রয়েছেন। আর অপছন্দের লোক বা যাঁদের আপনি দেখাতে চান না তাঁদের কাছে আপনাদের অনলাইন স্টেটাস লুকনো থাকবে।
ভিউ ওয়ান্স মসেজের স্ক্রিনশট নেওয়া যাবে না
হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স মেসেজ ফিচার চালু থাকলেও অনেকে কনভারসেশনের রেকর্ড রাখতে চান স্ক্রিনশট নিয়ে। এই অপশন বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া যাবে না।
মেয়াদ বাড়ল ডিলিট মেসেজের
হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে তা ডিলিট করতে চাইলে আপনি সাধারণত দুটো মেসেজ পান। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’। এই ডিলিট ফর এভরিওয়ান মেসেজের মেয়াদ বাড়তে চলেছে। আগেই শোনা গিয়েছিল যে এই ফিচার চালু হবে। দু’দিন পর্যন্ত সময় পাবেন ইউজাররা। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে মেসেজ পাঠিয়ে দিলে আপনি সেটা ডিলিট করার জন্য ২ দিন পর্যন্ত সময় পাবেন। অনেক সময়েই আমরা ভুল করে কাউকে মেসেজ পাঠিয়ে দিই। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডিলিট না করলেও এখন আর সময় নেই। ২ দিন পর্যন্ত সময় পাবেন আপনি।
আরও পড়ুন- মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৩২ লঞ্চ হল ভারতে, দাম কত?