WhatsApp: আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কারা হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন? দেখা যাবে নতুন ফিচারের সাহায্যে
WhatsApp Features: আপাতত অ্যান্ড্রয়েড মাধ্যমেই এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। বিটা ভার্সানে নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে উপলব্ধও হয়েছে এই ফিচার। তবে সকলের জন্য এখনও চালু হয়নি।
WhatsApp: বিগত কয়েকমাসে একাধিক ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) সংস্থা। সম্প্রতি একটি নতুন ফিচারের কথা প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ইউজার দেখতে পাবেন তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা কারা সম্প্রতি অনলাইন রয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। তারা একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। সেখানে একটি কনট্যাক্টের তালিকা রয়েছে। যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছেন তাঁদের নাম দেখা যাবে এই তালিকায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য কার্যকরী হবে। কখনও প্রয়োজন হলে এই তালিকা থেকেই দেখে নেওয়া যাবে কারা সেই নির্দিষ্ট সময়ে অনলাইন রয়েছে। ফলে আপনি বুঝতে পারবেন কাদের মেসেজ করলে জবাব পেতে পারেন। কিংবা হোয়াটসঅ্যাপে ফোন করলে তার উত্তর পেতে পারেন। ইউজারকে খুঁজে দেখতে হবে না তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা কারা অনলাইন আছেন। তার ফলে প্রয়োজনের ক্ষেত্রে কিছুটা সময় বাঁচানো সম্ভব হবে।