Whatsapp Online Status: হোয়াটসঅ্যাপে গোপনে অনলাইন থাকার সুযোগ, টের পাবে না কেউ, কারা পাবেন সুবিধা?
Whatsapp Features: এবার হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন আপনি। অথচ কেউ তা টের পাবে না। আসতে চলেছে নতুন ফিচার।
কলকাতা: হোয়াটসঅ্যাপে (Whatsapp) আপনার ‘লাস্ট সিন’ (Whatsapp Last Seen) কখন তা গোপনে রাখার মতো ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। এবার আপনার ‘অনলাইন’ স্ট্যাটাস (Whatsapp Online Status) লুকিয়ে রাখার মতো অপশনও চালু হতে চলেছে মেটা (Meta) অধিকৃত মেসেজিং অ্যাপ (Messaging App) হোয়াটসঅ্যাপে। আপনার কনট্যাক্ট লিস্টে থাকা সকলের থেকেই ‘অনলাইন’ স্ট্যাটাস লুকিয়ে রাখার সুযোগ পাবেন আপনি। শোনা গিয়েছে, এক্ষেত্রে আপনি অপছন্দের লোকও বেছে নিতে পারবেন। অর্থাৎ যাঁদের আপনি জানাতে চান না যে অনলাইন রয়েছেন, তাঁদের জন্যেও আপনার অনলাইন স্ট্যাটাস গোপনে রাখা যাবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ আপনি অনয়াসেই অনলাইন থাকতে পারবেন হোয়াটসঅ্যাপে। অথচ কেউ টের পাবেন না। দেখে নেওয়া যাক কারা এই সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশ করে WABetaInfo। তারাই জানিয়েছে যে এই নতুন অপশন হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সানে দেখা গিয়েছে। আগামী দিনে কোনও আপডেটের মাধ্যমে আইওএস মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। তবে এই ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। হোয়াটসঅ্যাপে ইউজাররা ‘লাস্ট সিন’ লুকিয়ে রাখার যে ফিচার ব্যবহারের সুযোগ পান, তারই এক্সটেনশন ভার্সান হিসেবে আসতে চলেছে এই নতুন ফিচার। নতুন ফিচারের কথা শুনে স্বভাবতই খুশি ইউজাররা। এই ফিচার আইওএস ভার্সানের পাশাপাশি অ্যান্ড্রয়েডেও চালু হয়ে গেলে ইউজারদের ব্যক্তিগত সুরক্ষা আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।
এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের মেসেজ ডিলিট করার মেয়াদও বাড়াতে চলেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে দুটো অপশন দেখতে পান ইউজাররা। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’ এই দুটো অপশন দেখে যায়। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এই অপশনের মেয়াদ ২ দিনের বেশি করতে চলেছে। তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি যে এই ফিচার আপডেট জনসাধারণের জন্য কবে থেকে চালু হতে চলেছে।
আরও পড়ুন- ১৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ