WhatsApp New Feature: ডাউনলোড না করেও দেখা হোয়াটসঅ্যাপে আসা ডকুমেন্ট, নতুন ফিচার নিয়ে কাজ করছে সংস্থা
WhatsApp Document: কাজের সূত্রে অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠান অন্য ইউজারকে। বর্তমানে এইসব ডকুমেন্ট ডাউনলোড না করে দেখার সুযোগ নেই।
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে আমার, আপনার প্রায় সকলের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের কাজের জিনিসও আমরা হোয়াটসঅ্যাপের (WhatsApp Features) মাধ্যমে আদানপ্রদান করে থাকি। হোয়াটসঅ্যাপে অনেক ইউজারই বিভিন্ন দরকারি ডকুমেন্ট (WhatsApp Document) পাঠান অন্য ইউজারকে। এখন যে ফিচার রয়েছে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড না করলে এই ডকুমেন্ট দেখতে পাবেন না। কিন্তু শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে যার সাহায্যে ইউজাররা ডকুমেন্ট ডাউনলোড না করেও দেখতে পাবেন সেখানে কী রয়েছে। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ প্রায়ই নিত্যনতুন ফিচার চালু করে। এটিও তেমনই একটি ফিচার হতে চলেছে।
মূলত হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট ডাউনলোড করলে তা ফোনে সেভ হয় এবং ফোনের স্টোরেজের একটা অংশে সেই ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার ফলে স্টোরেজের পরিমাণ কমতে থাকে। এবার যাঁদের ধরুন কাজের সূত্রে হোয়াটসঅ্যাপে একাধিক ডকুমেন্ট আসে এবং সেগুলি ডাউনলোড করা হয়, তখন ফোনের স্টোরেজের উপর চাপ পড়তে পারে। এইসব সমস্যা ইউজাররা যাতে এড়িয়ে যেতে পারেন তাই জন্যই হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে। এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপে কবে সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য এই নতুন ফিচার চালু হয়ে গেলে যে অনেক সুবিধা হবে সেকথা ইতিমধ্যেই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info, এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এই নতুন ফিচার নিয়ে কাজ চলছে। যা বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ডকুমেন্ট পাঠানোর সময় একটা প্রিভিউ দেখতে পাবেন ইউজাররা। অর্থাৎ কাউকে ডকুমেন্ট পাঠানো সময় ছোট্ট একটা ছবি দেখা যাবে। ডকুমেন্ট খুলে দেখার আগে পর্যন্ত এই ছবি থাকবে। বিশেষ করে ছবি এবং ভিডিও ডকুমেন্ট করে পাঠালে অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটে পাঠালে ইউজাররা এই প্রিভিউ ফিচারের সুবিধা বেশি করে বুঝতে পারবেন। তার ফলে আপনার হোয়াটসঅ্যাপে কোনও আপত্তিকর বা অশালীন কনটেন্ট আসছে কিনা সেটাও কনটেন্ট খুলে বা ডাউনলোড করে দেখার আগেই বুঝে যাবেন আপনি। এখন হোয়াটসঅ্যা পে ছবি এবং ভিডিও ডকুমেন্ট ফরম্যাটে পাঠানো সুবিধা আছে। কিন্তু যাঁকে পাঠাচ্ছেন তিনি ডাউনলোড না করে ওই ছবি কিংবা ভিডিও দেখতে পাবেন না।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৬৪ ৫জি ফোন, কী কী ফিচার থাকবে এই ফোনে? দেখে নিন সবিস্তারে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।