'X' Down: বিশ্বজুড়ে সমস্যা মাইক্রোব্লগিং সাইট 'X'-এ? সমস্যা ভারতেও?
'Twitter' Down: ধনকুবের ইলন মাস্ক অধিকৃত এই ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে পড়ল বিভ্রাটের মুখে। এদিন বারবার 'পোস্ট লোড হচ্ছে না' বা 'আবার চেষ্টা করুন' এই ধরনের 'এরর মেসেজ' দেখিয়েছে এই প্ল্যাটফর্ম।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম 'এক্স' (X), পূর্ববর্তী ট্যুইটারে সমস্যা? বিশ্বজুড়ে ১ ঘণ্টারও কম সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় এই মাইক্রোব্লগিং সাইট। খবর 'Downdetector.com' ট্র্যাকিং সাইট অনুযায়ী।
বিশ্বজুড়ে বিভ্রাটের মুখে 'X'
ধনকুবের ইলন মাস্ক অধিকৃত এই ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে পড়ল বিভ্রাটের মুখে। এদিন বারবার 'পোস্ট লোড হচ্ছে না' বা 'আবার চেষ্টা করুন' এই ধরনের 'এরর মেসেজ' দেখিয়েছে এই প্ল্যাটফর্ম। এই সোশ্যাল প্ল্যাটফর্মের একাধিক ব্যবহারকারী অন্য প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেন। যদিও 'এক্স'-এর তরফে কোনও বার্তা প্রকাশ করা হয়নি।
Anyone having problems with X/twitter? Posts aren't loading...#Xdown #Twitterdown pic.twitter.com/lbmJZVLw3W
— Volcaholic 🌋 (@volcaholic1) September 7, 2024
Is Twitter down for you?
— Art Candee 🍿🥤 (@ArtCandee) September 7, 2024
I’m having issues with posts loading and DownDetector is showing a spike of reports.
Methinks X is down/broken. pic.twitter.com/CtdMNUGXjc
চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। রাত বারোটা বাজার কিছু আগে থেকেই এই সমস্যা হয়। সমস্যা হয় সারা বিশ্ব জুড়েই। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতীয় সময় ১১ টা বেজে ৪৫ মিনিট থেকেই কাজ করছিল না মেটার এই দুটি অ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যাপের লগইন করতে গেলে সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন প্রচুর ইউজার (WhatsApp Down)। অন্যদিকে হোয়াটসঅ্যাপের ব্রাউজার বা ডেস্কটপ ভার্সন হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেও লগইন করা যাচ্ছে না বলে জানানো হয়েছে। লগইন করতে গেলেই এরর মেসেজ (Whatsapp Issues) দেখায়। ইনস্টাগ্রামেও সমস্যা হয় (Instagram Down)। বহু ইউজার এই নিয়ে অভিযোগ করেন ডাউনডিটেক্টরের সাইটে। এই সাইটটি বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের ওয়েব আউটেজ মাপে। গত কয়েক মিনিটে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়েছে বলে জানায় ওই সংস্থা। ব্যবহারকারীদের রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামের ফিড রিফ্রেশ করা যাচ্ছিল না (Instagram Server Down)। নতুন কোনও পোস্ট দেখাচ্ছিল না। এমনকী নতুন স্টোরি দেখার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বলে অভিযোগ করেন অনেকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।