Xiaomi 13 Pro: ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে?
Xiaomi Smartphone: শোনা গিয়েছে, শাওমি ১৩ প্রো- এই ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকতে চলেছে।
![Xiaomi 13 Pro: ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে? Xiaomi 13 Pro India Launch Date Set for February 26 Know Expected Specifications and Features Xiaomi 13 Pro: ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/08/aa4983df0fa97fd4e3a2d3cc36f6743d1675846700223485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Xiaomi 13 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির (Xiaomi Smartphone) নতুন স্মার্টফোন। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ভারতে লঞ্চ হতে পারে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো চতুর্থ ফোন হতে চলেছে যেখানে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকতে চলেছে। এর আগে আইকিউওও ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১ ৫জি ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। শাওমি ১৩ প্রো ফোনের দাম কত হতে পারে তা এখনও জানায়নি শাওমি কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। এর আগেই শোনা গিয়েছিল শাওমি ১৩ সিরিজে থাকতে পারে ভ্যানিলা বা বেস মডেল শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো- এই দুই ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে Leica ক্যামেরা সেনসর।
Mobile World Congress (MWC) 2023
চলতি বছরের এই ইভেন্টে শাওমি সংস্থার অনেক পরিকল্পনা প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত হওয়ার কথা গ্লোবাল ফোরামে ঘোষণা করতে পারে শাওমি সংস্থা। এই Leica ব্র্যান্ড আসলে উন্নত মানের ক্যামেরা তৈরি করে। ইতিমধ্যেই শাওমি ১২এস সিরিজে ব্যবহার হয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচার। শাওমি ১৩ প্রো ফোনের ক্ষেত্রেও এই ক্যামেরা সেনসর থাকবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ও উন্নত মানের ক্যামেরা নিয়ে কাজকর্ম চালাচ্ছে শাওমি সংস্থা। শাওমি ১৩ আলট্রা ফোনে এইসব ক্যামেরা সেনসর থাকতে পারে। সেটাই এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করতে পারে শাওমি কর্তৃপক্ষ।
Nothing Phone(2): ভারতে নাথিং ফোন (১) (Nothing Phone 1) লঞ্চ হয়েছে গতবছরই। শোনা যাচ্ছে, এবার নাথিং ফোন (২) (Nothing Phone 2) লঞ্চ হতে চলেছে। ২০২২ সাল অর্থাৎ গতবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল নাথিং ফোন (১)। চলতি বছর থার্ড কোয়ার্টার বা তৃতীয় ত্রৈমাসিকে নাথিং ফোন (২) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। গ্লোবাল স্তরের পাশাপাশি ভারতেও এই ফোন একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Moto E13: মোটোরোলা (Motorola Smartphone) ভারতে নতুন ফোন মোটো ই১৩ (Moto E13) লঞ্চ করেছে। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং জিওমার্ট থেকে মোটো ই১৩ ফোন কেনা যাবে। Aurora Green, Cosmic Black, Creamy White- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটো ই১৩ ফোন।
আরও পড়ুন- ৭ হাজার টাকারও কমে ভারতে হাজির মোটোরোলার নতুন স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)