Xiaomi Smart Speaker: ভারতে হাজির শাওমির নতুন স্মার্ট স্পিকার, ব্যবহার করা যাবে রিমোটের মতো
Xiaomi Smart Speaker (IR Control): ভারতে শাওমির নতুন স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে IR Control ফিচার নিয়ে। এই স্মার্ট স্পিকার ঠিক কতটা স্মার্ট ডিভাইস, দেখে নিন।
Smart Speaker: ভারতে নতুন স্মার্ট স্পিকার (Smart Speaker) লঞ্চ করেছে শাওমি (Xiaomi)। এই স্মার্ট স্পিকারে রয়েছে IR Control ফিচারের সাপোর্ট। আর এই ফিচারের কারণে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের ভয়েস রিমোট কন্ট্রোল (Voice Remote Control) হিসেবে শাওমির এই স্মার্ট স্পিকার ব্যবহার করা যাবে। শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে ১.৫ ইঞ্চির একটি ফুল রেঞ্জ ড্রাইভার। তার সঙ্গে রয়েছে ফার-ফিল্ড মাইক্রোফোন। শুধু তাই নয়। শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি এলইডি ডিজিটাল ক্লক ডিসপ্লে। এছাড়াও এই স্মার্ট স্পিকারে ইনবিল্ট ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে। একটিই রঙে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট স্পিকার। কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে।
ভারতে শাওমির স্মার্ট স্পিকারের দাম
এই দেশে Xiaomi Smart Speaker (IR Control)- এর আসল দাম ৫৯৯৯ টাকা। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙে শাওমির এই স্মার্ট স্পিকার লঞ্চ হয়েছে।
শাওমির এই স্মার্ট স্পিকারের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- শাওমির এই স্মার্ট স্পিকারে IR কন্ট্রোল ফিচার থাকায় এই ডিভাইস বাড়ির বিভিন্ন স্মার্ট গ্যাজেট বা অ্যাপ্লায়েন্সের ভয়েস কন্ট্রোল রিমোট হিসেবে কাজ করবে। অর্থাৎ ইউজার ভয়েস কম্যান্ডের সাহায্যে এই স্পিকারের মাধ্যমে ওইসব ডিভাইস পরিচালনা করতে পারবেন।
- দুটো মাইকের সঙ্গে এই স্মার্ট স্পিকারে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর ফলে নন-স্মার্ট গ্যাজেট বা ডিভাইসও কন্ট্রোল করা যাবে ভয়েস কম্যান্ডের সাহায্যে।
- শাওমির এই স্মার্ট স্পিকারে যে ডিজিটাল ক্লক ডিসপ্লে রয়েছে তার ব্রাইটনেস বা উজ্জ্বলতা DND মোডে রাখলে কমে যায়। এছাড়াও চারপাশের আলোর অনুপাতে এই স্মার্ট স্পিকারের ডিসপ্লের ব্রাইটনেস অ্যাডজাস্ট হয়ে যায়।
- এই স্মার্ট স্পিকারে অ্যালার্ম দেওয়া সম্ভব। সেই অ্যালার্মে পছন্দের গানও যুক্ত করতে পারবেন ইউজাররা।
- শাওমির এই স্মার্ট স্পিকারে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। তার সাহায্যে স্পিকার প্লে/পজ কিংবা শব্দ বাড়ানো/কমানো অথবা বন্ধ করা সম্ভব। এই স্মার্ট স্পিকারের ওজন ৬২৮ গ্রাম।
আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে আসছে নতুন স্মার্টওয়াচ, একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে ৫ দিন