Samsung Galaxy Buds2 Pro: ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত? দেখে নিন বিভিন্ন অফার
TWS Stereo Earbuds: স্যামসাং গ্যালাক্সি র আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।
Earbuds: গত ১০ অগস্ট ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Galaxy Unpacked Event)। সেখানে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো (Samsung Galaxy Buds 2 Pro)। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের (TWS Stereo Earbuds) দাম এবং বিভিন্ন অফার ও ফিচার- স্পেসিফিকেশন দেখে নিন একনজরে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ও বিভিন্ন অফার
এই ইয়ারবাডসের দাম ১৭,৯৯৯ টাকা। গ্রাফাইট, হোয়াইট বা সাদা এবং বোরা পার্পল- এই দুই রঙে পাওয়া যাবে গ্যালাক্সি বাডস ২ প্রো। আগামী ১৬ অগস্ট থেকে ইয়ারবাডসের প্রি-বুকিং করা যাবে। জানা গিয়েছে, এই ইয়ারবাডসের প্রি-বুকিং করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন প্রথম সারির অনলাইন ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে। একই দিন থেকে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর প্রি-বুকিংও শুরু হবে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস- এর ক্ষেত্রে দেশের প্রথম সারির ব্যাঙ্কের তরফে ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ১৪,৯৯৯ টাকা দাম হবে এই ইয়ারবাডসের। এছাড়াও যাঁরা এই ইয়ারবাডসের জন্য প্রি-বুকিং করবেন তাঁরা স্যামসাং ওয়্যারলেস চার্জার প্যাড কিনতে পারবেন ৪৯৯ টাকায় (ছাড় যুক্ত দাম)। এর আসল দাম ২৯৯৯ টাকা। এর পাশাপাশি পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলেও এই ইয়ারবাডস কেনার ক্ষেত্রে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- হাল্কা ওজনের এই নতুন ইয়ারবাডস আকার, আয়তনেও গ্যালাক্সি বাডস প্রো- এর তুলনায় অন্তত ১৫ শতাংশ ছোট। এর ওজন মাত্র ৫.৫ গ্রাম।
- স্যামসাংয়ের এই ইয়ারবাডস একটি IPX7 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসটয়ান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো বা জলের ক্ষেত্রে এই ইয়ারবাডস নষ্ট হবে না। সেভাবেই বিশেষ কোটিং দেওয়া রয়েছে ইয়ারয়াবডসের উপর।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ভয়েস ডিটেক্ট এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড ফিচারের সাপোর্ট।
- প্রতিটি ইয়ারবাডসে ৬১ এমএএইচ ব্যাটারি রয়েছে। চার্জিং কেসে রয়েছে ৫১৫ এমএএইচ ব্যাটারি।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে ১৪ ঘণ্টা আর বন্ধ থাকলে ১৫ ঘণ্টা পর্যন্ত টক টাইম দিতে পারে স্যামসাং গ্যালাক্সির এই নতুন ইয়ারবাডস।