JU Student Death : তিনদিনে দু’বার হস্টেলে ইন্ট্রোডাকশন দিতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল ?
বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তিনদিনে দু’বার হস্টেলে ইন্ট্রোডাকশন দিতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল সেই ইন্ট্রোডাকশনে? কারা নিয়েছিল প্রথম বর্ষের পড়ুয়ার ইন্ট্রোডাকশন? বুধবার রাতে এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? । সূত্রের খবর, স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এমন প্রশ্নের উত্তর খুঁজতে ধৃত প্রাক্তনী। সৌরভ চৌধুরীকে জেরা। কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতে আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা ইন্ট্রো দেওয়ার নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েকজন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর ম্যাথমেটিক্সে এমএসসি পাস আউট সৌরভ।






























