(Source: ECI/ABP News/ABP Majha)
7 Tae Bangla: বালিগঞ্জ ফাঁড়ি থেকে রিপন স্ট্রিট পর্যন্ত মিছিল পরাজিত বাম প্রার্থী সায়রা শাহ হালিমের । Bangla News
বালিগঞ্জ ফাঁড়ি থেকে রিপন স্ট্রিট পর্যন্ত মিছিল বালিগঞ্জের পরাজিত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের।
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা (Assembly) কেন্দ্রে জয়ের পর, পরাজিত সিপিএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ট্যুইটে বালিগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী লিখেছেন, সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ক্লাস নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন। মানুষ তৃণমূলকে নির্বাচন করে তাঁকে ছুড়ে ফেলার পরেও একইরকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন। এরপর বাম প্রার্থীকে বিধানসভা ভোটের ফলাফল স্মরণ করিয়ে বাবুল লেখেন, যাই হোক না কেন, বিধানসভায় বামেরা বিগ জিরো। ট্যুইটে বাবুল আরও লেখেন, এই মহিলা হেরে গিয়েও মানুষের রায় মেনে নেওয়ার সৌজন্যটুকুও দেখাচ্ছেন না। উল্টে আমাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলছেন৷ কিন্তু আমি বিনীত ও শান্তভাবে আমার জয় উপভোগ করছি। তিনি তাঁর হারের যন্ত্রণা নিয়ে থাকুন। এরপর হ্যাশট্যাগ দিয়ে বাবুল লেখেন, শুধুমাত্র শিক্ষাই মানুষকে শিক্ষিত করে না। হেরো বিজেপি (BJP) সিপিআইএম (CPIM)।
নদিয়ার ধানতলায় নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় ভাইরাল হওয়া অডিও ঘিরে নতুন বিতর্ক। ‘যে কথোপকথন হয়েছে সেখানে আমার নামই বাবু।’ স্বীকার করলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। ‘অডিও ক্লিপের সত্যতা আদৌ যাচাই হয়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা’ দাবি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর। ‘ভাইরাল অডিওয় কণ্ঠস্বর আমারই’, স্বীকারোক্তি বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের।