৭টায় বাংলা (Seg 2): দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল, ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও পরিষ্কার হবে না ; কটাক্ষ মীনাক্ষীর। Bangla News
২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট। জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের। ২৭ ফেব্রুয়ারির পুরভোটের জন্য প্রচারের সময় সকাল ৯ থেকে রাত ৯। প্রচারের সময় শেষ ৪৮ ঘণ্টা আগে। স্পর্শকাতর বুথের তালিকা। নাকা চেকিং বাড়ানোর নির্দেশ। বহিরাগতদের ঠেকাতে বিশেষ নজরদারির নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।
২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury) বলেন, 'আমরা তো ভোটের বিরুদ্ধে নই। ২০১৮ থেকে বাকি নির্বাচন। এতদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তৃণমূল পৌরপ্রশাসকের জায়গায় তাদের দলের নেতাদের বসিয়ে রেখেছেন। সরকারি প্রতিষ্ঠানগুলিকে পার্টির অফিসে পরিণত করে সেখানে দুর্নীতি করেছে।'
আসানসোলে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা বামেদের। মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও পরিষ্কার হবে না। আগে নিজের দলের দিকে তাকান, DYFI এর রাজ্য সম্পাদককে পাল্টা জবাব তৃণমূলের।
ইন্ডিয়া গেটে নিষ্প্রদীপ নেতাজির স্ট্যাচু!নিষ্প্রদীপ নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! ২৩ জানুয়ারি উদ্বোধন হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর। প্রতিবাদে ইন্ডিয়া গেটে তৃণমূল সাংসদরা।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে বাড়ল মৃত্যু, কিছুটা কমল সংক্রমণ। রাজ্যে টানা ২০দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু।রাজ্যে একদিনে ৩৬জনের মৃত্যু, ২ হাজারের নীচে সংক্রমণ। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। উঃ ২৪ পরগনায় একদিনে ৬জনের মৃত্যু, ২৩৮জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৫জনের মৃত্যু, ২৭৭জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে ৪জনের মৃত্যু, ১০২জন আক্রান্ত।
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে দুই শিক্ষকের মারপিটের ঘটনায় রিপোর্ট পাঠালেন জেলার স্কুল পরিদর্শক। তবে এদিন স্কুলে আসেননি ভূগোলের শিক্ষক। বুধবারের ঘটনার প্রতিবাদে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান প্রাক্তনীরা।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)