৭ টায় বাংলা : নতুন বছরে বিভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির। Bangla News
প্রতিদিন রাজ্য়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩৪৫১ জন। করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা ছিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বাতিল কাল থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পও। জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত। আগামিকালই এই নিয়ে বৈঠক হওয়ার কথা নবান্নে।
লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। উদ্বিগ্ন চিকিৎসকমহল।
৩ তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো ঊর্ধ্বদের টিকাকরণ। শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মুদিয়ালির যৌথ পরিবারের সদস্য সোহম দে প্রথম দিনই কোউইন অ্যাপে নিজের নাম নথিভুক্ত করে নিলেন। সম্প্রতি কোভিড কেড়ে নিয়েছে সোহমের দাদুর প্রাণ। সুরক্ষিত থাকতে টিকাকরণের গুরুত্ব অনেক, বলছেন সোহম।
সোমবার থেকেই ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ (Vaccination)। আজ থেকেই শুরু কোউইনে (Co-Win) নাম নথিভুক্তকরণ। কলকাতা পুরসভার হাতে রয়েছে ১.৫ লক্ষ টিকা। কলকাতার স্কুলেও দেওয়া হবে টিকা।
বিধায়ক, মেয়র পারিষদদের পর এবার কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ রয়েছে অরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাসকে অ্যান্টিবডি ককটেল দেওয়া হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যে কেবিনে ভর্তি ছিলেন সেখানেই ভর্তি অরূপ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হলদিয়া বন্দরে টাটা লজিস্টিক কোম্পানির আধিকারিককে প্রকাশ্যে হুমকি। হুমকি তৃণমূল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভামঞ্চ থেকে হুমকি। তৃণমূলের মিটিংয়ে যোগ দিলে ঠিকাশ্রমিকদের বঞ্চিত করার অভিযোগ। টাটা লজিস্টিক কোম্পানির আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও সেই অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট অধিকারিকের।
নতুন বছরে বিভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা দিলেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি। একই সুর শাসকদলের অন্য নেতাদের গলাতেও। দুদিন পরেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দেবে, কটাক্ষ বিজেপির।