7 Tay Bangla: নদিয়ায় শ্লীলতাহানি পর ট্রেন থেকে মহিলাকে ধাক্কা Bangla News
দমদমের পর এবার নদিয়া, ‘শ্লীলতাহানি পর ট্রেন থেকে ধাক্কা’। মহিলা যাত্রীকে উত্যক্ত করার পরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা। রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের কাছে ‘শ্লীলতাহানি। রায়নগর স্টেশন ঢোকার আগে মহিলাকে উত্যক্ত। হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত লোকাল ট্রেন থেকে ধাক্কা। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পরে মহিলাকে উদ্ধার। ১ অভিযুক্ত গ্রেফতার, আরেক অভিযুক্ত পলাতক। গুরুতর আহত অবস্থায় জেএনএম হাসপাতালে ভর্তি।
‘মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখবেন বললে তৃণমূল কর্মীরা ভরসা পায়’। দলে অন্য পদাধিকারী থাকলেও মমতার বিকল্প নেই’। মমতার বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অভিষেক অনেকটা সময় ত্রিপুরায় দেন, অনেকটা সময় গোয়ায়। অভিষেকও অবশ্যই সংগঠন দেখবেন, বললেন সৌগত।
‘রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে কাউন্সিলরদের’। কলকাতা পুরসভার কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবিরে বার্তা মেয়রের। সবার জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করার পরামর্শ। ‘দূষণ রোধে নিজের ওয়ার্ডে ভাল কাজ করলে মিলবে পুরস্কার’। ১৪৪ জন কাউন্সিলরকে ডাকা হলেও হাজির ছিলেন না বিজেপির কেউ।