7 Tay Bangla (Seg-1): জগদ্দলে অর্জুন সিংহের বাড়ির কাছে বোমাবাজি।Bangla News
অর্জুন সিংহের বাড়ির কাছে বোমাবাজি। ঘটনাস্থলে পুলিশ। জগদ্দলে মজদুর ভবনের কাছে বোমাবাজি। সাংবাদিক সম্মেলন করার সময় বোমাবাজি। জগদ্দলে বেড়েছে দুষ্কৃতীরাজ, অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের।
শক্তি বাড়িয়ে বিশাখাপত্তনমের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে এই মুহূর্তে ৪১০ কিমি দূরে ‘অশনি’। পুরী থেকে এই মুহূর্তে ৫৯০ কিমি দূরে ‘অশনি’। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সমুদ্রে গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। কাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দিক পরিবর্তনের সম্ভাবনা। কাল রাতের পরে উত্তর-পূর্বে ওড়িশা উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়। বাঁক নেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় পরিণত হবে ঘূর্ণিঝড়ে ।উত্তাল সমুদ্র, আগামী ৪৮ ঘণ্টা দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা । কালকের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। ঝড়ের আশঙ্কায় কাল-পরশু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে কলকাতার সব ত্রিফলা বাতিস্তম্ভ।