7 Tay Bangla(Seg-1): মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমির বিশেষ সম্মান ঘিরে বিতর্ক | Bangla News
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমির বিশেষ সম্মান ঘিরে বিতর্ক। ‘কবিতাবিতান’ বইয়ের জন্য ‘বিশেষ বাংলা আকাদেমি পুরস্কার’ ঘিরে বিতর্ক। রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর এবার ইস্তফা দিলেন অনাদিরঞ্জন বিশ্বাস। সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ পদ থেকে ইস্তফা ।
'১৫ টাকা-২০ টাকা থেকে এখন ৩৫ টাকা ৪০ টাকা কেজি হয়েছে আলুর দাম। আলু কি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? ডবল কেন হল দাম? পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে এত কথা। আরে আলুতো সবাই খায়, পেট্রোল তো আর খায় না। তৃণমূলের নেতা ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। ছোটোবেলায় দুষ্টুমি করে কুকুরের পিছনে পেট্রোল দিতাম, কেমন দৌড় মারত? সেরকমই করুন তৃণমূলের নেতাদের সঙ্গে।', আলুর দামবৃদ্ধি প্রসঙ্গে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
'১৫ টাকা-২০ টাকা থেকে এখন ৩৫ টাকা ৪০ টাকা কেজি হয়েছে আলুর দাম। আলু কি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? ডবল কেন হল দাম? পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে এত কথা। আরে আলুতো সবাই খায়, পেট্রোল তো আর খায় না। তৃণমূলের নেতা ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। ছোটোবেলায় দুষ্টুমি করে কুকুরের পিছনে পেট্রোল দিতাম, কেমন দৌড় মারত? সেরকমই করুন তৃণমূলের নেতাদের সঙ্গে।', আলুর দামবৃদ্ধি প্রসঙ্গে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, দিলীপ বাবুর মুখে শুনলাম কুকুর, আবার মহম্মদ সেলিমের মুখেও শুনেছি কুকুর। এদের এই সারমেয় সংযোগটা হচ্ছে, সকালে দাঁত মাজার সময় যে প্রাণীর মুখটা ওঁরা দেখতে পান, সেই প্রাণীর মুখ ওদের মুখ থেকে বেড়িয়ে যায়। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, পরিবহনের খরচা, বাজারে আগুন লাগছে। নিয়ে যেতে দাম বাড়ছে।