৭টায় বাংলা (Seg 1): 'পয়সা থাকলেই পদ, আমাদের পয়সা নেই পদও নেই', বনগাঁর TMC কাউন্সিলরের মন্তব্যে চাঞ্চল্য | Bangla News
গেট খুলে হিন্দু হস্টেল (Hindu Hostel) ‘দখল’ করল ছাত্রছাত্রীরা। গেট খুলে হস্টেলে ‘দখল’ নিল প্রেসিডেন্সির (Presidency University) পড়ুয়ারা। ক্লাস শুরু হলেও, কেন হস্টেল বন্ধ? প্রশ্ন পড়ুয়াদের। বিশ্বভারতীর ধাঁচে ১ মাস ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন। এব্যাপারে এখনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।
‘পয়সা থাকলে এই দলে সব পদ পাওয়া যায়’, এবার বিস্ফোরক অভিযোগ বনগাঁর (Bongaon) তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা রায়ের। ‘দল টিকিট দিয়ে প্রমাণ করে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আছে। টাকা দিলেই চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হওয়া যায়। আমাদের পয়সা নেই বলে পদ নেই’, মন্তব্য বনগাঁ ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর কৃষ্ণা রায়ের।
কালনা, খড়ার থেকে মাথাভাঙা, বর্ধমান। পুরবোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশের বিক্ষোভ। কালনায় মন্ত্রীর সামনেই বারান্দার রেলিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। খড়ারে বিজেপির সমর্থনে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের।
আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ। ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)।