৭টায় বাংলা (Seg 2): পিছোচ্ছে না বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচন | Bangla News
উচ্চমাধ্যমিকের জন্য পিছোচ্ছে না উপনির্বাচন। ১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন। পরীক্ষার জন্য ভোট পিছোনোর সরকারের আর্জি খারিজ। ভোটের জন্য সূচি বদলাতে পারে উচ্চমাধ্যমিকের (Higher Secondary)। কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা।
এদিকে, দলবিরোধী কাজের অভিযোগে তপন পোড়েল বহিষ্কার। কালনা শহর তৃণমূলের সভাপতি তপন পোড়েল বহিষ্কার। বিক্ষুব্ধদের ভোটে চেয়ারম্যান হওয়ার পরেই বহিষ্কার। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার, জানালেন অরূপ বিশ্বাস
আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ। ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)।