7 tay Bangla (Seg 2): রাজ্যে ফের বাড়ল করোনার সংক্রমণ-মৃত্যু । Bangla News
রাজ্যে ফের বাড়ল করোনার সংক্রমণ-মৃত্যু। রাজ্যে একদিনে ১১ হাজার ৪৪৭জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৮জনের মৃত্যু, ৫দিনে ১৮০জনের মৃত্যু। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে ১৪জনের মৃত্যু, ২ হাজার ১৫৪জন সংক্রমিত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮জনের মৃত্যু, ১ হাজার ৭৯৮জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দঃ ২৪ পরগনায় একদিনে ১০জনের মৃত্যু।
এ বিষয় চিকিৎসক কুণাল সরকার বলেন, মৃত্যু আমাদের সমসময়ই ভাবাবে। মাথায় রাখতে হবে মৃত্যুটা আজ কালের সংক্রমণের সঙ্গে রিলেটেড নয়। মৃত্যুটার সম্পর্ক হল ১৪ -১৫ দিন আগে কার কী পরিস্থিতি ছিল। সেই সময় নানান রকম অসুখ আছে এমন অনেক মানুষ এই ফাঁদে পা দিয়েছিলেন। তাদের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে আজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।
এ বিষয় শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, সংক্রমণের বাড়বাড়ন্ত এখন চলবে। অন্যান্য দেশেও ওমিক্রন দ্রুত গতিতে সংক্রমণ হওয়ার কথা। সেখানেও সংক্রমণ বাড়তে ১ মাসের মত সময় লেগেছে।