7 Tay Bangla(Seg-2): খেজুরি বিস্ফোরণ মামলায় এনআইএ-র জালে গ্রেফতার আরও ১।Bangla News
খেজুরি বিস্ফোরণ মামলায় এনআইএ-র জালে আরও ১। ওড়িশা থেকে আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম রতন প্রামাণিক। ঘটনার সময় বোমা বানাচ্ছিলেন রতন, দাবি এনআইএ সূত্রের। খেজুরি বিস্ফোরণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৪। ৩ জানুয়ারি খেজুরি বিস্ফোরণে প্রাণ যায় ১ জনের
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। আর দিলেও যাতে বিরোধী প্রার্থী ভোট না পান তা নিশ্চিত করতে হবে। কর্মী-সমর্থকদের নির্দেশ ডোমজুড়ের বিধায়ক ও তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষের। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি।
তৃণমূল সরকারের ১১ বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা"। ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। বিতর্কের মুখে ফেসবুক পোস্ট ‘ডিলিট’ দেবাংশুর।২ ঘণ্টার মধ্যে ফেসবুক থেকে মন্তব্য সরালেন তৃণমূলের রাজ্য মুখপাত্র। “শেষ পোস্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে, তাই পোস্ট ডিলিট করলাম”।