৭টায় বাংলা (Seg 1): এসএসসি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই, কী বলছে রাজনৈতিক মহল ?। Bangla News
এসএসসি দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। নিয়োগে দুর্নীতি মামলায় আদালতে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট পেশ। কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে সমরজিৎ আচার্য, অলক সরকার। এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিত্ আচার্য। এসএসসির উপদেষ্টা কমিটির সদস্য অলক সরকার। ‘এসপি সিন্হাকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট থাকবে রেজিস্ট্রার জেনারেলের কাছে’। এসএসসির গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় নির্দেশ হাইকোর্টের। সতীন্দ্র সিংহ হলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিক। ‘আমাকে যখন ডাকবে, তখনই যাব, সবরকম সহযোগিতা করব’। আইনজীবী মারফৎ আদালতে জানালেন শান্তিপ্রসাদ সিন্হা।
‘পুলিশ নিয়ে যাওয়ার দরকার পড়বে না’। আদালতে জানালেন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী। ২৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতুবি
"আদালতের নির্দেশে সিবিআই তদন্ত। সাধারণ মানুষ জানতে পেরেছে যে নিয়োগ পদ্ধতিতে চরম দুর্নীতি আছে। পুরো নিয়োগ প্রক্রিয়া আদালতের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে। বহু পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে গেছে। রাজ্য শিক্ষাক্ষেত্রে বহু আসন খালি। কার্যত দোকানদারিতে রূপান্তরিত হয়েছে। আমরা সকলে চাই, সত্য উৎঘাটিত হোক। এবং যারা শিক্ষার বাজারিকরণ করেছে তাদের শাস্তি হোক।" এসএসসি মামলা প্রসঙ্গে বললেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
আনুষ্ঠানিক ভাবে সিবিআই তদন্ত শুরু হয়ে গেল, এত বড় একটা দুর্নীতির মামলায়। বিভিন্ন মানুষ যারা এই ঘটনায় যুক্ত ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করবে। তাঁদের বয়ানের মধ্যে দিয়ে যে তথ্য বেরোবে তার সাহায্যে আরও বড় বড় মাথাকে এই তদন্তের সাথ যুক্ত করবে। এইভাবেই তদন্ত চলবে। আশা করছি দ্রুত এর সুরাহা হবে। এসএসসি মামলা প্রসঙ্গে বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।