৭টায় বাংলা (Seg 1): বিশিষ্ট ব্যক্তিদের 'পদ্ম' পুরষ্কার প্রত্যাখ্যান নিয়ে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ | Bangla News
পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। ‘৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে। তাঁর ছাত্রতুল্যও নয় এমন দু’জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর প্রস্তাব দেওয়া হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়রা পৃথিবীতে আসেন ভারতরত্নর জন্য নয়।' কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কবীর সুমনের (Kabir Suman)।
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya)। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট করেছেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও। এখানে সবকিছু নিয়েই রাজনীতি হয়। কমিউনিস্টরা চিরকাল দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এই প্রত্যাখ্যান প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "প্রশ্নটা হচ্ছে, বুদ্ধবাবুকে কেন পুরস্কার দেওয়া হল? বুদ্ধবাবু যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সেটা বড় কথা নয়। এর অন্যতম কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির যে অল্প বাড়বাড়ন্ত তা বামেদের ভোটের জেরেই। কিন্তু বাংলায় এখন বিজেপি ক্ষয়িষ্ণু শক্তি। এটি কেন্দ্রের তরফে বামপন্থীদের বন্ধুত্বের বার্তা যে আমরা তোমাদের নেতাকে পদ্মভূষণ দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও।"
দিলীপ ঘোষের পথে ‘পদ্ম’-প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ অনুপম হাজরার। ‘যাঁরা অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন। শুনছি পরের বছর তাঁদের বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দেওয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না', 'পদ্ম’ পুরস্কার প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ বিজেপি (BJP) নেতা অনুপম হাজরার (Anupam Hazra)।
'কে পদ্মভূষণ নেবেন না না নেবেন, তা বলার এক্তিয়ার অনুপম হাজরার নেই। লজ্জা লাগে না? দুই পয়সা দাম নেই এই ছেলেগুলোর', পাল্টা মন্তব্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।
পদ্মভূষণ (Padma Bhushan) পাচ্ছেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান (Ustad Rashid Khan)। 'কেন্দ্রীয় সরকার আমাকে সম্মান দিয়েছে, এটাই অনেক', জানালেন রাশিদ খান। যদিও তালিকায় তাঁর নামের পাশে উত্তরপ্রদেশ লেখা রয়েছে। সেই প্রসঙ্গে শিল্পী বলেন, "আমি ঠিক জানি না। উওরপ্রদেশ ভারতের মধ্যেই। ওখানে আমার জন্ম। তবে কর্ম বাংলায়। পুরস্কার আমাদের বাংলাতেই আসছে। আমি এই নিয়ে ভাবি না।"