৭টায় বাংলা (Seg 1): তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভের আঁচ, চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের পথে তৃণমূল | Bangla News
পুরভোটে টিকিট পেলেন বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) কনিষ্ঠ পুত্রবধূ মেঘনা মিত্র (Meghna Mitra)। কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মেঘনা। একই পরিবারে একাধিক ব্যক্তি টিকিট পাবেন না, ঘোষিত নীতি তৃণমূলের। ব্যতিক্রম ঘটিয়ে প্রার্থী করা হল বিধায়ক মদন মিত্রর পুত্রবধূকে। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। উত্তরপাড়া-কোতরং পুরসভায় টিকিট পেলেন প্রাক্তন জেলা সভাপতি দিলীপ যাদব। চাকদা পুরসভায় টিকিট পেলেন শঙ্কর সিংহের ছেলে শুভঙ্কর সিংহ।
ইংরেজবাজার পুরসভার (Englishbazar Municipality) প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendu Chowdhury)। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট। ৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট। কোনওদিন তৃণমূল করেননি তাঁরা। যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’, জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
প্রার্থীতালিকা ঘোষণার পরেই অশোকনগরে (Ashoknagar) তৃণমূলের একাংশের বিক্ষোভ। ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমন পালকে নিয়ে অসন্তোষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশর। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত ঘোষিত প্রার্থী সুমন পাল, অভিযোগ বিক্ষোভকারীদের।
তৃণমূলের প্রকাশিত প্রার্থীতালিকায় ‘গরমিল’। প্রার্থীতালিকা প্রকাশের পরই একাধিক জায়গায় অসন্তোষ। সংশোধিত তালিকার বদলে প্রাথমিক তালিকা প্রকাশিত: খবর তৃণমূল সূত্রের। কিছুক্ষণ পরেই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে, খবর তৃণমূল সূত্রের। ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট। আজ প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।