(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (Seg 1): ১০৮ পুরসভার ১০২টিতেই জয় বজায় রাখল তৃণমূল, তাহেরপুর পুরসভায় জয়ী CPM | Bangla News
১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর কংগ্রেসের হাতছাড়া।
পুরভোটের ফল ঘোষণা হতেই খড়গপুরে (Kharagpur) উত্তেজনা। খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির (BJP) বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ তৃণমূলের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
'১০৮টি পুরসভার মধ্যে তাহেরপুর বাদ দিয়ে বাকি পুরসভা ছাপ্পা মেরে জিতে গেছে। বেশিরভাগ জায়গায় কাউন্টিং এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে', বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের (Arjun Singh)। এই প্রসঙ্গে পাল্টা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অনেক বড় বড় কথা তো ভাটপাড়ায় শুনলাম। ধীরে ধীরে তার পরিবারও তৃণমূলে চলে আসছে।"
পুরভোটের ফল নিয়ে বামদের কটাক্ষ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, "বামেদের স্পনসর্ড উত্থান হয়েছে। ভোটের হারে সিপিএমের থেকে বিজেপিই এগিয়ে আছে।"