৭টায় বাংলা (Seg 2): কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ ৪,৪৯৪ | Bangla News
রাজ্যে টানা ১১দিন করোনায় তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত হয়ে ৩৬জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমে ৪ হাজার ৪৯৪জন। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে দঃ ২৪ পরগনা। দঃ ২৪ পরগনায় একদিনে ৯জনের মৃত্যু. ৪২৩জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে ৭জনের মৃত্যু, ৫৮৩জন সংক্রমিত। কলকাতায় (Kolkata) একদিনে ৫৯১জন করোনা আক্রান্ত, ৭জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে চতুর্থ স্থানে দার্জিলিং। দার্জিলিঙে একদিনে করোনায় ৩২২জনের মৃত্যু, ২জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে পাড়ায় শিক্ষালয় (Parae Shikshalaya)। প্রকল্পের মহড়াতেই উঠল স্কুল খোলার দাবি। গল্ফ গার্ডেনে অভিভাবকদের নিয়ে শুরু হল পাড়ায় শিক্ষালয়ের প্রস্তুতি। সিংহভাগ অভিভাবকরাই সরব হলেন স্কুল খোলার দাবিতে।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)