৭টায় বাংলা (Seg 2): করোনা আবহেই মঙ্গলবার থেকে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বাগবাজারের মায়ের বাড়ি | Bangla News
ভবানী ভবনের (Bhabani Bhawan) পিছনে সরকারি অফিসে দেহ উদ্ধারে চাঞ্চল্য! অফিসের শৌচালয় লাগোয়া বারান্দায় উদ্ধার প্রৌঢ়ের দেহ। মৃতের নাম সন্দীপ বসু, তিনি কুঁদঘাটের বাসিন্দা। ২৬ জানুয়ারি সকালে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। আজ বেলা ১২ টা নাগাদ ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বাড়ি থেকে এত দূরে কীভাবে এলেন, কীভাবেই বা মৃত্যু, তদন্তে পুলিশ।
বিহারের (Bihar) গয়ায় ভেঙে পড়ল ভারতীয় সেনার ছোট বিমান। ভারতীয় সেনার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে এই দুর্ঘটনা ঘটে। টেক অফের কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। বিমানের দুই পাইলটই নিরাপদ রয়েছেন।
মঙ্গলবার থেকে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বাগবাজারের মায়ের বাড়ি (Baghbazar Maer Bari)। সকাল ও দুপুরে দু’দফায় দর্শক প্রবেশে অনুমতি। সকাল ৮.৩০ থেকে ১০.৪৫ পর্যন্ত দর্শনের অনুমতি। দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল ৫.১৫ পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। করোনা বিধি মেনেই বাগবাজার মায়ের বাড়িতে দর্শনার্থী প্রবেশে ছাড়পত্র।
সিস্টার নিবেদিতার (Sister Nivedita) ভারতে পদার্পণের ১২৫ বছর। নিবেদিতাকে স্বাগত জানাতে স্বামী বিবেকানন্দ খিদিরপুর ডকে গিয়েছিলেন। নিবেদিতার ভারতে পদার্পণের ১২৫ বছর উপলক্ষ্যে বাগবাজারে নিবেদিতার বসতবাড়িকে রং-তুলিতে সাজিয়ে তোলা হয়েছে। নিবেদিতার জীবনের নানা ঘটনাকে লোকশিক্ষার কাজে ব্যবহার করতেই এই উদ্যোগ। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের উদ্যোগে এই আয়োজন।