৭টায় বাংলা (Seg 2): শুভেন্দু অধিকারীর 'নালিশ'-র জের, রিপোর্ট-সহ মুখ্যসচিব ও DG-কে তলব রাজ্যপালের | Bangla News
শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কেন নেতাই যেতে দেওয়া হল না? কারণ জানতে চেয়ে লিখিত রিপোর্ট সহ মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। ১০ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ দুই আধিকারিককে হাজির হতে নির্দেশ। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া।
রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। টানা দু’দিন ১৮ হাজারের বেশি দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে প্রায় ৩০ শতাংশ। কলকাতায় ৭ হাজারের উপরেই রইল দৈনিক সংক্রমিতর সংখ্যা।
ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের (Indian Railways)। রেল বোর্ডের তরফে দেশের সমস্ত জোনে পাঠানো হয়েছে চিঠি। চিঠিতে উল্লেখ, স্টেশনের মানোন্নয়ন ও আধুনিকীকরণের জন্যে লেভি আদায় করা হবে। যাত্রীদের কাছ থেকেই নেওয়া হবে সেই লেভি। বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে আলাদা হারে লেভি আদায়ের ভাবনা রেলের। কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় সরব তৃণমূল। জবাব দিয়েছে বিজেপি।