৭টায় বাংলা (Seg 1): 'নির্বাচন বন্ধ রাখা উচিত', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শুরু রাজনৈতিক বাদানুবাদ | Bangla News
কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দু'মাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও, বললেন অভিষেক।
এনিয়ে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "খেলা, মেলা, ভোট - একি দ্বিচারিতা! সব বন্ধ করা উচিত। মানুষ বেঁচে থাকলে সব কাজ হবে। ধর্ম থাকবে, তীর্থ, বিনোদন থাকবে। বিলম্ব হলেও তিনি যদি মানুষের স্বার্থে যদি এই কথা বলে থাকেন, আমি তাঁকে অভিনন্দন জানাই। সব রাজনৈতিক দলগুলি এগিয়ে আসুন, পশ্চিমবঙ্গবাসী বেঁচে থাকেন।"
এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "সাধারণ মানুষকে খুশি করার জন্য বিবৃতি দিয়ে লাভ নেই। ভোট বন্ধ হোক, আমরাও চাইছি।" পাশাপাশি বাম নেতা শমীক লাহিড়ি বলেন, "উনি তো খেলা মেলা সবই করলেন। কীভাবে কোভিড পরিস্থিতিতে ১ জানুয়ারি রাতে অনুষ্ঠান হয়? গোটা মহেশতলা আজ করোনা আক্রান্ত এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য। আর এখন মানুষকে উপদেশ দিচ্ছেন! আগে নিজেদের অপরাধের জন্য মানুষের কাছে ক্ষমা চান।" একইসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "উনি সঠিকভাবেই বলেছেন। এটি আমাদের দলের ঘোষিত অবস্থান। সেটাই তিনি ব্যক্ত করেছেন।"
শাসকদল তৃণমূল (TMC) থেকে বাম বা বিজেপি, ভোটে জিততে সবার ভরসা ইয়ং ব্রিগেড। চন্দননগর কর্পোরেশন ভোটে তিন দলের প্রার্থীতালিকাতেই তরুণ মুখের সারি। জয়ের ব্যপারে আশাবাদী সবাই।