Jukti Takko: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিন্দার: বাকিবিল্লাহ মোল্লা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: "রাষ্ট্রগুলির দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা । বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিন্দার । ইসলাম সংখ্যালঘুদের উপর আক্রমণ বরদাস্ত করে না । মহম্মদ ইউনূসকে চিঠি দিয়ে বলেছি আক্রমণ বন্ধ করা দরকার । ইউনূস রাষ্ট্রপ্রধান তাঁকেই দায়িত্ব নিতে হবে । ওপারে আক্রমণ হলে সব সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করবে" । যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন বাকিবিল্লাহ মোল্লা
আরও খবর...
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জঙ্গি সংগঠন আলকায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রাদি নামে আরও এক জঙ্গি। ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রাদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ মহম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ।