West Bengal Assembly Elections 2021: বাংলায় রেকর্ড ৮ দফায় ১ মাস ধরে ভোট, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যে বেনজিরভাবে ৮ দফায় বিধানসভা ভোট। ২৭ মার্চ থেকে রাজ্যে ভোট শুরু, শেষ ২৯ এপ্রিল। ২ মে রাজ্যে বিধানসভা ভোটের গণনা। প্রথম দফায় রাজ্যে ২৭ মার্চ ৩০টি আসনে ভোট। দ্বিতীয় দফায় রাজ্যে ১ এপ্রিল ৩০টি আসনে ভোট। তৃতীয় দফায় ৬ এপ্রিল রাজ্যে ৩১টি আসনে ভোট। চতুর্থ দফায় ১০ এপ্রিল রাজ্যে ৪৪টি আসনে ভোট। পঞ্চম দফায় ১৭ এপ্রিল রাজ্যে ৪৫টি আসনে ভোট
ষষ্ঠ দফায় ২২ এপ্রিল রাজ্যে ৪৩টি আসনে ভোট। সপ্তম দফায় ২৬ এপ্রিল রাজ্যে ৩৬টি আসনে ভোট। অষ্টম দফায় ২৯ এপ্রিল রাজ্যে ৩৫টি আসনে ভোট।
প্রথম দফা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভোট
প্রথম দফা: পূর্ব-পশ্চিম মেদিনীপুরের একাংশে ভোট
দ্বিতীয় দফা: ২ মেদিনীপুর, দঃ ২৪ পরগনার একাংশে ভোট
তৃতীয় দফা: হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনার একাংশে ভোট
চতুর্থ দফা: হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনার একাংশে ভোট
চতুর্থ দফা: কোচবিহার, আলিপুরদুয়ারে বিধানসভা ভোট
পঞ্চম দফা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভোট
পঞ্চম দফা: উঃ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশে ভোট
ষষ্ট দফা: উঃ দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশে ভোট
সপ্তম দফা: কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে ভোট
সপ্তম দফা: মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের একাংশে ভোট
অষ্টম দফা: কলকাতা উত্তর, বীরভূম, মালদা, মুর্শিদাবাদের একাংশে ভোট
২০১৬-র তুলনায় রাজ্যে ৩১.৬৫ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এবারের বিধানসভা ভোটে রাজ্যে ১,০১,৯১৬টি বুথ। এবারের ভোটে এই প্রথম রাজ্যে ২ পুলিশ পর্যবেক্ষক।
ভোটে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, মৃণালকান্তি দাস। বিধানসভা ভোটে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় নায়েক। ভোটের জন্য আজ থেকেই কার্যকর আদর্শ আচরণ বিধি।
নির্বাচন কমিশন যেভাবে দফা ঘোষণা করেছেন তাকে মান্যতা দিচ্ছি। অসম, কেরলে, তামিলনাড়ুতে এক দফা, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন? প্রত্যেক দফায় এক একটি জেলায় অর্ধেক ভোট কেন? জেলাকে পার্ট ওয়ান, পার্ট টু কেন? দক্ষিণ ২৪ পরগনাকে তিন ভাগে কেন ভাগ করা হয়েছে? মোদি ও অমিত শাহ কি ঠিক করে দিয়েছে? ২৩ দিনের খেলা খেলবে? আপনাদের হারিয়ে ভূত করে দেব। বাঙালি বাঙালিতে ভাগ করছেন, হিন্দু-মুসলিম ভাগ করছেন। আমাদের জোর বেশি, তাই দক্ষিণ ২৪ পরগনায় তিন দফায় ভোট? সব চক্রান্ত ভেঙে দেব। বহিরাগত গুণ্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে। লোকসভা ভোটে কী করেছিলেন বিবেক দুবে, আমরা জানি। কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করতে পারে না। ভোটে অবাধ টাকা বন্ধ করুক কমিশন। বিজেপির হাতে এজেন্সি আছে। ভোটের আগে এজেন্সির অপব্যবহার। যত নেতাকে নিয়ে আসুন, আমরা ঘরে বাসন মাজার লোক। এত ভয়, বাংলাকে অসম্মান করা হয়েছে। নির্বাচনের পরে আমাকে সেরাকে সম্মান দেবেন,’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।