৭টায় বাংলা (১): মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাইল রাজ্য সরকার
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, তা নিয়ে এবার মতামত জানতে চাইল রাজ্য সরকার। অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন। আগামীকাল সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে। pbssm.spo@gmail.com commissionerschooleducation@gmail.com , wbssed@gmail.com এই তিন মেল আইডিতে মেল মারফত জানানো যাবে মতামত।
শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভোটের দিন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিআইডি-র। সূত্রের খবর, দরজা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। তা গিয়ে লাগে ব্ল্যাকবোর্ডের গায়ে।
গত শুক্রবার হুগলিতে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ বিজেপির। পরিকল্পনা করে বিক্ষোভের নেপথ্যে দলেরই একাংশ? একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিও ক্লিপের কণ্ঠস্বর আমার নয়, দাবি বিজেপি নেতা সুবীর নাগের। পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল। বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই বিক্ষোভ, এখন প্রমাণিত।
খোদ রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের। রাজ্যপালের ৬ জন আত্মীয়কে ওএসডি পদে নিয়োগের অভিযোগ। নাম তুলে ধরে ট্যুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।রাজ্যপালকে ‘আঙ্কলজি’ সম্বোধন করে খোঁচা মহুয়ার।