৭টায় বাংলা (২): রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ নামল তিন হাজারের নীচে
বৃষ্টি থামার বহু পরেও জলের তলায় কলকাতার বহু জায়গা। পাটুলিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। প্রতিবাদে সিইএসসির গাড়ি ভাঙচুর। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাফিলতি মানতে নারাজ সিইএসসি।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। সংক্রমণ কমলেও বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
ফের পুলিশ কমিশনারের কাছে চিঠি শোভন-বৈশাখীর। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ। সম্মানহানির অভিযোগ জানানো হয়েছে রত্নার বিরুদ্ধে। "কোন ক্ষতি হলে দায়ী থাকবেন রত্না।" পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। "বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। রত্না চট্টোয়াপধ্যায় হুমকি দিচ্ছেন বৈশাখীকে", অভিযোগ শোভনেরও।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি শুভেন্দু অধিকারীর। বিধানসভার স্পিকারের উদ্দেশ্যে লেখা হল চিঠি। চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। চিঠিতে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও বিধানসভার অধ্যক্ষ (Speaker) জানিয়েছেন যে এখনও তিনি কোনও চিঠি হাতে পাননি।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)