শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে শঙ্কর ঘোষ, পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি বিধায়ক
রাজনৈতিক সংঘাতের মধ্যেই রাজ্য রাজনীতিতে সৌজন্যের নজির। বিধানসভায় শপথ নিয়েই শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিছুক্ষণ কথা বললেন শিলিগুড়ির প্রাক্তন বাম বিধায়কের সঙ্গে। অশোক ভট্টাচার্যের কাছে আশীর্বাদ চাইলেন শঙ্কর ঘোষ। অশোক ভট্টাচার্য বলেন, 'ওকে আমি ছোট থেকেই চিনি। জনপ্রতিনিধি হিসাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমাদের রাজনৈতিক লড়াই চলতে থাকবে।'
এদিকে, নিউ মার্কেটকে মলের আওতা থেকে বাদ দিল কলকাতা পুরসভা। এর পরেই শনিবার বিকেল ৫টা থেকে খুলে গেল নিউ মার্কেট। শনিবার থেকে আংশিক লকডাউনের নিয়ম মেনে নিউ মার্কেট খোলা থাকবে। আজ বিকেলে নিউ মার্কেটে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'কোন মার্কেট শপিং মল বিভাগে পড়ছে না।'
আজও গোটা রাজ্যে ভ্যাকসিন না পেয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। ভ্যাকসিন না পেয়ে বরানগর পুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। কোথাও আবার ভ্যাকসিন নেওয়ার লাইনে দেখা যায়নি দূরত্ববিধি।