ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে হয়রানি অব্যাহত, নয়া নির্দেশিকা জারি করল কোচবিহার পুলিশ হাসপাতাল
দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোচবিহার পুলিশ হাসপাতালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৮৪ দিন অর্থাৎ ১২ সপ্তাহ পর।
করোনা আক্রান্ত জীবিত রোগীকে ডেথ সার্টিফিকেট! নদিয়ার ধানতলা থানার হিজুলির ঘটনা। রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। করোনা পজিটিভ হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী কোভিড হাসপাতালে। ১৪ মে পরিবারকে মৃত্যু সংবাদ জানানো হয় হাসপাতালের তরফে। দেহ সনাক্তকরণ করতে গিয়ে খোঁজ মেলে যুবকের। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ রোগীর পরিবারের। ‘বিষয়টি নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে, তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’, জানালেন কল্যাণীর মহকুমা শাসক।
খড়গপুরে টোটো চালকের মানবিক মুখ। নিজের টোটোতে চাপিয়ে করোনা রোগীদের হাসপাতালে পোঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন এক ব্যক্তি।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)