৭টায় বাংলা (৩): মুচিবাজারে সকাল থেকে উপচে পড়া ভিড়, মানিকতলা বাজারে নিয়ম মানার ছবি
করোনা রুখতে কার্যত লকডাউন শুরু হয়েছে রাজ্যে। মানিকতলা-হাজরায় পুলিশি কড়াকড়ির ছবি। লেক মার্কেট, গড়িয়াহাট, পাটুলিতেও একই ছবি। শ্যামবাজার, মুচিবাজারে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। সকাল দশটার পরেও বিভিন্ন এলাকায় বাজার চলেছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে বাজার বন্ধ করে।
২১ টাকা নিয়েও রেমডেসিভির না দেওয়া অভিযোগ। কাঠগড়ায় উত্তর কলকাতার বেসরকারি হাসপাতাল। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরিবার। তখনই হাসপাতাল থেকে রোগীর চিকিৎসা নথি চাইলে সেখানে রেসডেসিভিরের নাম দেখা যায়নি। অথচ পরিবারের দাবি রেমডেসিভিরের জন্য ২১ হাজার টাকা দেওয়া হয়েছে। আজ সকালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞার পরেও তৃণমূলের বিজয় উৎসব। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, প্রশ্ন বিজেপির।
দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেন থেকে উদ্ধার গাড়ি। রহস্যজনক ভাবে উধাও গাড়ির মালিক ৬৬ বছরের ব্যবসায়ী। আজ সকালে সেতুর ওপর গাড়িটিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। গাড়ির দরজা খোলা ছিল। ঝুলছিল ছিল চাবি। সেতুর ওপর গাড়ি দাঁড় করিয়ে কোথায় গেলেন ব্যবসায়ী, দানা বেঁধেছে রহস্য। ইতিমধ্যেই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)