৭টায় বাংলা (১): তৃণমূলত্যাগীদেরই কেন প্রার্থী? বিজেপির হেস্টিংসের দফতরে দফায় দফায় বিক্ষোভ
প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের বাইরে দফায় দফায় বিক্ষোভ। বিজেপি নেতা শিব প্রকাশ , মুকুল রায়, অর্জুন সিংহ সামনেই ভাঙল ব্যারিকেড। পাঁচলা, উদয়নারায়ণপুরের পর রায়দিঘিতেও বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মীরা। অফিসে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অর্জুন সিংহ। ক্ষোভের মুখে পড়েন মুকুল রায়ও। ওই আসনগুলিতে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের। প্রথমে মোহিত ঘাঁটির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ জানাতে থাকেন দলের কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, ‘তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট পেয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই টিকিট পেয়েছেন।নেতৃত্বের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আবার রায়দিঘির প্রার্থী নিয়ে দলীয় অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাত বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।