Modi's Brigade Rally: 'মিঠুনদার লড়াই সবার কাছে দৃষ্টান্ত', নরেন্দ্র মোদি
রবিবার ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ব্রিগেড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি বলেন, 'নির্বাচনে দলের হয়ে প্রচার করব। তবে বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, এখানে আমি যা চাইব তাই হবে না। আমাকে নিয়ে দলের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। স্বপ্নের পিছনে দৌড়তেই বিজেপিতে যোগ দিয়েছি। সবার উন্নতি চাই, কিন্তু বাংলার উন্নয়ন বেশি করে চাই।' যোগদানের পরেই মিঠুন চক্রবর্তীকে নির্বাচনের প্রচারে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল বিজেপি। ১২ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচার শুরু করবেন মিঠুন। কোথায় কোথায় তাকে প্রচারে কাজে লাগানো যায় সেই বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে মোদি (Narendra Modi) বলেন, বাংলার ছেলে মিঠুনদা, তাঁর লড়াই সবার কাছে দৃষ্টান্ত। মোদি আরও বলেন, পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কিন্তু বাংলার মানুষের জীবনের কোন পরিবর্তন হয় নি। এবার হবে আসল পরিবর্তন। ব্রিগেড থেকে তৃণমূলের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে শিলিগুড়ির সভা থেকে মোদিকে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রথম রবিবারেই জোরকদমে প্রচারে নামলেন দলের তারকা প্রার্থীরা।